আসানসোলে নিজের বাড়িতে ভাইফোঁটা নিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তিন বোনের হাত থেকে এদিন ফোঁটা নেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন তার আরও দুই ভাই অভিজিৎ ঘটক যিনি আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র এবং অরুন ঘটক। সারাবছর রাজনীতির কাজে ব্যস্ত থাকলেও ভাইফোঁটার দিনে নিয়ম করেই ফোঁটা নিলেন রাজ্যের মন্ত্রী।