আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশে তৃতীয় শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের পর খুন। পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃতার স্কুলের তিন সিনিয়র পড়ুয়াকে আটক করল পুলিশ। মৃত নাবালিকার খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

নৃশংস ঘটনাটি ঘটেছে অমরাবতী থেকে ৩০০ কিলোমিটার দূরে মুচুমারিতে। রবিবার বাড়ির পাশের পার্কে খেলতে গিয়ে আর ফেরেনি নাবালিকা। দীর্ঘক্ষণ তার খোঁজ না মেলায় থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও নাবালিকার খোঁজ পায়নি পুলিশ। এরপর পার্কে স্নিফার ডগ নিয়ে গিয়ে তদন্ত শুরু করে। সেখান থেকে তিন অভিযুক্তের সন্ধান পায় পুলিশ। তিনজনেরই বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে। জেরায় খুনের ঘটনাটি স্বীকার করে তারা।

অভিযুক্তরা পুলিশকে জানায়, সেদিন পার্কে নাবালিকার সঙ্গে খেলাধুলা করছিল তারা। এরপর ড্যামের পাশে তাকে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ঘটনার পরেই তাদের আশঙ্কা হয়, নাবালিকা তার বাড়িতে জানিয়ে দিতে পারে। সেই ভয়েই তিনজনে মিলে নাবালিকাকে খুন করে। এরপর নাবালিকার দেহ পাশের একটি খালে ফেলে দিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, খাল এবং সংলগ্ন এলাকাতে তল্লাশি চালানো হচ্ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতদেহটি পাওয়া যায়নি।