সংবাদসংস্থা, মুম্বই: বাচ্চাদের খাবার নিয়ে চিন্তিত প্রত্যেক বাবা-মায়েরাই। সেলিব্রিটি মায়েরাও আলাদা নন। তাঁদের সমান চিন্তা থাকে তাঁদের সন্তানের জন্য। করিনা কাপুর খান, মীরা রাজপুত, শিল্পা শেঠি, এবং করিশ্মা কাপুরের মতো সেলিব্রিটিরা প্রায়শই খাদ্য এবং পুষ্টি সম্পর্কে কথা বলেন। নিজেদের বাচ্চাদের ডায়েটে কোন কোন বিশেষ খাবার রাখেন তাঁরা?
বলিউডের ফিটনেস আইকন করিনা কাপুর খানের দুই পুত্র । পুষ্টিবিদের সঙ্গে তাঁর সাম্প্রতিক সাক্ষাত্কারে, তিনি বলেন যে, বড় ছেলে , তৈমুর বাড়িতে রান্না করা খাবার যেমন খিচুড়ি, ইডলি এবং ধোসা পছন্দ করে। তবে ছোট ছেলে জেহ-কে এই মুহূর্তে পালং শাক খাওয়ানোর ওপর জোর দিচ্ছেন তিনি। পালং শাক ভিটামিন কে এবং ফোলেট সমৃদ্ধ, যা হাড় এবং চোখের স্বাস্থ্যের জন্য ভাল।
মীরা রাজপুত প্রায়ই প্রাকৃতিক ডায়েট অনুসরণ করার কথা বলেন। তিনি জীবন পরিচালনার ক্ষেত্রে আয়ুর্বেদিক প্রক্রিয়া অনুসরণ করেন। মীরা বাচ্চাদের খুব ছোট থেকেই নিয়মিত আমলা জুস (ভারতীয় গুজবেরি) এবং হলুদ দুধ খাওয়ান তিনি। আমলার রসে রয়েছে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অন্যদিকে হলুদ হল প্রদাহ বিরোধী। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট।
ভারতে যোগব্যায়ামকে জনপ্রিয় করে তুলেছেন শিল্পা শেঠি কুন্দ্রা। তাঁর ফিটনেস ঈর্ষণীয়। সম্প্রতি, একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি শেয়ার করেছেন যে , তাঁর ছেলে ভিয়ান, গরুর দুধের পরিবর্তে মহিষের দুধ খায়। যা ক্যালসিয়াম এবং আয়রন সমৃদ্ধ।
করিশ্মা কাপুরের দুই সন্তান, সামাইরা এবং কিয়ান এখন কিছুটা বড়। অভিনেত্রী তাদের সবজি খাওয়ার ওপর জোর দেন। বিশেষ করে ব্রকোলি ,গাজর তো থেকেই ডায়েটে।
বলিউডের ফিটনেস আইকন করিনা কাপুর খানের দুই পুত্র । পুষ্টিবিদের সঙ্গে তাঁর সাম্প্রতিক সাক্ষাত্কারে, তিনি বলেন যে, বড় ছেলে , তৈমুর বাড়িতে রান্না করা খাবার যেমন খিচুড়ি, ইডলি এবং ধোসা পছন্দ করে। তবে ছোট ছেলে জেহ-কে এই মুহূর্তে পালং শাক খাওয়ানোর ওপর জোর দিচ্ছেন তিনি। পালং শাক ভিটামিন কে এবং ফোলেট সমৃদ্ধ, যা হাড় এবং চোখের স্বাস্থ্যের জন্য ভাল।
মীরা রাজপুত প্রায়ই প্রাকৃতিক ডায়েট অনুসরণ করার কথা বলেন। তিনি জীবন পরিচালনার ক্ষেত্রে আয়ুর্বেদিক প্রক্রিয়া অনুসরণ করেন। মীরা বাচ্চাদের খুব ছোট থেকেই নিয়মিত আমলা জুস (ভারতীয় গুজবেরি) এবং হলুদ দুধ খাওয়ান তিনি। আমলার রসে রয়েছে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অন্যদিকে হলুদ হল প্রদাহ বিরোধী। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট।
ভারতে যোগব্যায়ামকে জনপ্রিয় করে তুলেছেন শিল্পা শেঠি কুন্দ্রা। তাঁর ফিটনেস ঈর্ষণীয়। সম্প্রতি, একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি শেয়ার করেছেন যে , তাঁর ছেলে ভিয়ান, গরুর দুধের পরিবর্তে মহিষের দুধ খায়। যা ক্যালসিয়াম এবং আয়রন সমৃদ্ধ।
করিশ্মা কাপুরের দুই সন্তান, সামাইরা এবং কিয়ান এখন কিছুটা বড়। অভিনেত্রী তাদের সবজি খাওয়ার ওপর জোর দেন। বিশেষ করে ব্রকোলি ,গাজর তো থেকেই ডায়েটে।
