বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে। যেমন এক সপ্তাহের মধ্যে মঙ্গলের দু’বার গোচরে তিন রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।
2
7
জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে সাহস, শক্তি এবং বীরত্বের কারক গ্রহ বলা হয়। কোষ্ঠীতে মঙ্গল অর্থাৎ সেনাপতি গ্রহ শক্তিশালী হলে ভাগ্য সবসময় পাশে থাকে। আর মঙ্গলের অবস্থান যদি শুভ হয়, তাহলে জীবনে উন্নতির পথ প্রশস্ত হয়।
3
7
গত ২৭ অক্টোবর মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। এরপর আগামী এবং ১ নভেম্বর ফের মঙ্গল গ্রহ গোচর করবে। গ্রহের সেনাপতি অনুরাধা নক্ষত্রে গমন করতে করতে চলেছে। সেখানেই ১৮ নভেম্বর পর্যন্ত থাকবে এই লাল গ্রহ।
4
7
এক সপ্তাহের মধ্যে মঙ্গলের জোড়া গোচরে তিন রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
5
7
মিথুনঃ মঙ্গলের জোড়া গোচরে মিথুন রাশির জন্য আনন্দের দিন নিয়ে এসেছে। সঠিক জায়গায় জ্ঞান কাজে লাগালে উন্নতির যোগ রয়েছে। আয়ের নতুন সন্ধান পেতে পারেন। আত্মবিশ্বাসের সঙ্গে যে কোনও কাজ করলে সাফল্য পাবেন। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। পরিবারের সদস্যদের থেকে সুসংবাদ পেতে পারেন।
6
7
সিংহঃ মঙ্গলের প্রভাবে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবন। নতুন সম্পত্তি কেনার যোগ রয়েছে৷ অনেক দিনের অপূর্ণ ইচ্ছে পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে সুখ্যাতি অর্জন করবেন। কর্মসূত্রে দূরে ভ্রমণ করতে পারেন। সন্তানের স্বাস্থ্যের দুশ্চিন্তা কমবে।
7
7
মকরঃ মঙ্গলের জোড়া গোচর কন্যা রাশির জাতক-জাতিকাদের লাভজনক হবে। বিলাসিতা বাড়বে। কর্মজীবনে দীর্ঘ প্রতীক্ষিত সুযোগ পাবেন। সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে প্রমোশন পেয়ে পারেন। আয় ও ব্যয়ের সামঞ্জস্য রেখে সঞ্চয়ের পথ প্রশস্ত হবে৷