আজকাল ওয়েবডেস্ক: লাক্ষা দ্বীপ থেকে গুরুতর আহত দুই রোগীকে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী। দুই রোগীর মধ্যে থেকে একটি ৩ দিনের শিশুও রয়েছে। লাক্ষা দ্বীপের একটি দ্বীপ থেকে জলপথে নিয়ে আসা হয় দুই রোগীকে। ২৭ জুন মধ্যরাতে উদ্ধার করে নিয়ে আসা হয় দু'জনকে। 'আইএনএস গরুদা' করে দুজনকে কোচির হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বর্তমানে দুজনেরই অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।