গত কয়েকদিন ধরেই বঙ্গে বসন্তের মাঝেই ভরা বর্ষার অনুভূতি। সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা বাড়তেই ঝেঁপে বৃষ্টি। শীত শেষ হওয়ার পরেই যে পথে-ঘাটে ছাতা নিয়ে বেরোতে হবে, কে জানত!
2
6
তবে হচ্ছে তাই। বুধবার থেকে থেকে থেকে বৃষ্টি সঙ্গে দমকা বাতাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। হাওয়া অফিস আগেই জানিয়েছিল রেহাই মিলবে না সপ্তাহান্তে।
3
6
শনিবার জেলায় জেলায় তাণ্ডব দেখিয়েছে দমকা হাওয়া, বৃষ্টি। রবিবারও পরিস্থিতি একই থাকার সম্ভাবনার কথা জানানো হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের ১১ জেলায় ঝড়-বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
4
6
তালিকায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও মুর্শিদাবাদ এবং নদীয়া। এই জেলা গুলিতে ৩০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবার।
5
6
কেবল দক্ষিণবঙ্গ নয়, রবিবার উত্তরবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে বৃষ্টি সতর্কতা।
6
6
রবিবারের পরেই মিলছে না রেহাই। দুর্যোগের আবহাওয়া জারি থাকবে সোমবারেও। সোমবার বৃষ্টির পরিমাণ কমে গেলেও, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।