সংবাদসংস্থা, মুম্বই: অভিনেত্রী সারা আলি খান, যিনি ৯৬ কেজি থেকে ওজন কমিয়ে তন্বী হয়ে রাতারাতি অনুরাগীদের অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ডেবিউ ছবি "কেদারনাথ" এই সাড়া ফেলেছিলেন সারা।  সেই সময় তিনি জানিয়েছিলেন , পিসিওডি -এর কারণে ওজন কমানোর জন্য তিনি অনেক সংগ্রামের মুখোমুখি হয়েছিলেন। এবং কলেজে পড়ার সময় তাঁর ওজন ছিল ৯৬ কেজি ছিল । মা-বাবার মতই অভিনয়কে পেশা করে নিতে চেয়েছিলেন। তাই দেড় বছরের মধ্যেই বাড়তি মেদ ঝরিয়ে ফেলেছিলেন । তবে সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেছেন জিম পোশাকে। যেখানে পেটের বাড়তি মেদ নিয়ে তাঁকে বিব্রত দেখাচ্ছে। তিনি ক্যাপশনে লেখেন, "" ছবিটি আপলোড করতে খুব অস্বস্তি বোধ করছি। কিন্তু আমি সত্যিই গর্বিত যে আমি ২ সপ্তাহের মধ্যে পেটের বাড়তি বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে পেয়েছি। ওজনের সমস্যাগুলি সবসময়ই আমার জন্য একটি সংগ্রামের বিষয়। বাই-বাই হলিডে ক্যালোরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শান্তি।""
প্রথম ছবিতে, একটি যোগা ম্যাটে পেটে হাত দিয়ে বিষণ্ণ হয়ে বসে আছেন তিনি। আর দ্বিতীয় ছবিতে সারার লুক সোনালি কো-অর্ডে ঝলমলে। বস্তুত, মণীশ মালহোত্রার দিওয়ালি অনুষ্ঠানে গোলাপি লহেঙ্গাতেই হাজির হয়েছিলেন সারা।
ফিটনেস একটি জার্নি। যা চলমান । সেই জার্নিতে তিনি সফল। তাই তিনি গর্বিত নিজেকে নিয়ে।
প্রথম ছবিতে, একটি যোগা ম্যাটে পেটে হাত দিয়ে বিষণ্ণ হয়ে বসে আছেন তিনি। আর দ্বিতীয় ছবিতে সারার লুক সোনালি কো-অর্ডে ঝলমলে। বস্তুত, মণীশ মালহোত্রার দিওয়ালি অনুষ্ঠানে গোলাপি লহেঙ্গাতেই হাজির হয়েছিলেন সারা।
ফিটনেস একটি জার্নি। যা চলমান । সেই জার্নিতে তিনি সফল। তাই তিনি গর্বিত নিজেকে নিয়ে।
