বুধবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বৃহস্পতিবার ভারতের প্রথম ম্যাচ রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে সামনে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি পড়ে ভারতীয় ক্রিকেটারদের ছবি।
2
7
ক্রিকেটারদের জার্সিতে দেখা যাচ্ছে পাকিস্তানের নাম। টুর্নামেন্টের আগে ভারতীয় ক্রিকেটারদের জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয় আয়োজক দেশের নাম লেখা বাধ্যতামূলক।
3
7
এবার দলের অধিনায়ক রোহিত শর্মা। বিজিটি সিরিজে খারাপ ফর্মের পর ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত শতরান করে ফর্মে ফিরেছেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হিটম্যানের ব্যাট থেকে বড় রান দেখার অপেক্ষায় ভক্তরা।
4
7
গত বছরের ডিসেম্বরে পারথ টেস্টে শতরানের পর আর বড় রান আসেনি কিং কোহলির ব্যাটে। কিন্তু গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টিকে খেলে দলকে বাঁচিয়েছিলেন কোহলি। এবারেও তাঁকে অ্যাঙ্করের ভূমিকায় দেখা যেতে পারে।
5
7
পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন বুমরা। তাঁর জায়গায় দলের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন সামি। এক বছর পর ইংল্যান্ড সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি।
6
7
অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে হার্দিক পাণ্ডেয়া, রবীন্দ্র জাদেজাকে। দু’জনেই ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। টুর্নামেন্ট চলাকালীন তাঁদের ফর্মে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুবাইয়ের পিচ কেমন হবে তার ওপর নির্ভর করছে টিম কম্বিনেশন।
7
7
সামির পাশাপাশি পেস বোলার হিসেবে দলের সঙ্গে গিয়েছেন তরুণ অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। সুযোগ হয়নি মহম্মদ সিরাজের। মাঝের ওভারে পার্টনারশিপ ভেঙে উইকেট তোলাই মূল লক্ষ্য থাকবে টিম ইন্ডিয়ার।