নিজস্ব সংবাদদাতা : বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী সঙ্গে বিয়ের পিঁড়িতে জনপ্রিয় অভিনেতা আদৃত রায়। মিঠাই ধারাবাহিকের পর তেমনভাবে নতুন কোন কাজ শুরু না করলেও জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন আদৃত।
জি বাংলার মিঠাই ধারাবাহিক চলাকালীন নায়কের প্রেম নিয়ে কম জল ঘোলা হয়নি, সেই সময় শোনা গেছিল, ডিসেম্বর মাসেই ১১ বছরের প্রেমিকা সুপ্রিয়া মন্ডলের সঙ্গে চার হাত এক করতে চলেছেন বং ক্রাশ আদৃত রায়। সেই খবর ভুল বলে জানিয়েছিলেন অভিনেতা স্বয়ং। তখন মাঝেমধ্যেই মিঠাই ধারাবাহিকের সেটে চলে আসতেন সুপ্রিয়া। এরপরই শোনা যায় তাদের বিচ্ছেদের কথা। হঠাৎ করে সম্পর্ক তিক্ত হয় পর্দার জনপ্রিয় জুটি সিদ্ধার্থ ও মিঠাই রানীর অর্থাৎ আদৃত এবং সৌমিতৃষারও, তিক্ততা এমন জায়গায় পৌঁছায় যে তাদের কথা বন্ধ হয়ে যায়। আদৃতের জীবনে আসেন আসল নায়িকা কৌশাম্বী চক্রবর্তী। পর্দার দিদিয়া অর্থাৎ কৌশাম্বীর সঙ্গে বেশ মাখো মাখো প্রেম শুরু হয় আদৃতের, এরপর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সুপ্রিয়ার বিয়ের ছবি, অন্যদিকে বিচ্ছেদ হয় কৌশাম্বীর প্রাক্তন প্রেমিকের সঙ্গে, সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে যায় পুরোনো ছবি। তবে এই সব কিছুই এখন অতীত,গোপন সূত্রে খবর পরের মাসেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন আদৃত। নিজেদের প্রেমের কথা কখনই স্বীকার করতে চাননি আদৃত বা কৌশাম্বী। কিছুদিন আগে তাদের বিচ্ছেদের খবর শোনা যায়, তবে সরাসরি কিছু না বললেও সেই খবর যে আসলে ভুল তা বুঝিয়ে দিয়েছিলেন দুজনেই। এই সম্পর্ক নিয়ে বহু মানুষের খারাপ কথা শুনতে হয়েছে আদৃত বিশেষ করে কৌশাম্বীকে, রীতিমত হেনস্থা হতে হয়েছে এই অভিনেত্রীকে। তবে একসঙ্গে ভালো থাকাটাই আসল কথা, তাই প্রাক্তন প্রেম ভুলে বর্তমানকে জড়িয়ে জীবনে নতুন রং আনতে চলেছেন দুজনেই। ১১ মে কাছের মানুষদের নিয়ে বেশ ঘটা করে বিয়ে করবেন আদৃত কৌশাম্বী- খবর এমনটাই।
জি বাংলার মিঠাই ধারাবাহিক চলাকালীন নায়কের প্রেম নিয়ে কম জল ঘোলা হয়নি, সেই সময় শোনা গেছিল, ডিসেম্বর মাসেই ১১ বছরের প্রেমিকা সুপ্রিয়া মন্ডলের সঙ্গে চার হাত এক করতে চলেছেন বং ক্রাশ আদৃত রায়। সেই খবর ভুল বলে জানিয়েছিলেন অভিনেতা স্বয়ং। তখন মাঝেমধ্যেই মিঠাই ধারাবাহিকের সেটে চলে আসতেন সুপ্রিয়া। এরপরই শোনা যায় তাদের বিচ্ছেদের কথা। হঠাৎ করে সম্পর্ক তিক্ত হয় পর্দার জনপ্রিয় জুটি সিদ্ধার্থ ও মিঠাই রানীর অর্থাৎ আদৃত এবং সৌমিতৃষারও, তিক্ততা এমন জায়গায় পৌঁছায় যে তাদের কথা বন্ধ হয়ে যায়। আদৃতের জীবনে আসেন আসল নায়িকা কৌশাম্বী চক্রবর্তী। পর্দার দিদিয়া অর্থাৎ কৌশাম্বীর সঙ্গে বেশ মাখো মাখো প্রেম শুরু হয় আদৃতের, এরপর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সুপ্রিয়ার বিয়ের ছবি, অন্যদিকে বিচ্ছেদ হয় কৌশাম্বীর প্রাক্তন প্রেমিকের সঙ্গে, সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে যায় পুরোনো ছবি। তবে এই সব কিছুই এখন অতীত,গোপন সূত্রে খবর পরের মাসেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন আদৃত। নিজেদের প্রেমের কথা কখনই স্বীকার করতে চাননি আদৃত বা কৌশাম্বী। কিছুদিন আগে তাদের বিচ্ছেদের খবর শোনা যায়, তবে সরাসরি কিছু না বললেও সেই খবর যে আসলে ভুল তা বুঝিয়ে দিয়েছিলেন দুজনেই। এই সম্পর্ক নিয়ে বহু মানুষের খারাপ কথা শুনতে হয়েছে আদৃত বিশেষ করে কৌশাম্বীকে, রীতিমত হেনস্থা হতে হয়েছে এই অভিনেত্রীকে। তবে একসঙ্গে ভালো থাকাটাই আসল কথা, তাই প্রাক্তন প্রেম ভুলে বর্তমানকে জড়িয়ে জীবনে নতুন রং আনতে চলেছেন দুজনেই। ১১ মে কাছের মানুষদের নিয়ে বেশ ঘটা করে বিয়ে করবেন আদৃত কৌশাম্বী- খবর এমনটাই।
