সোমবার ২৯ এপ্রিল ২০২৪

সম্পূর্ণ খবর

Mary Kom: প্যারিস অলিম্পিকের আগে ‘‌শেফ দ্য মিশন’‌ পদ থেকে সরে গেলেন মেরি কম

Rajat Bose | ১৩ এপ্রিল ২০২৪ ১০ : ৫২


আজকাল ওয়েবডেস্ক:‌ প্যারিস অলিম্পিকের আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম প্যারিস অলিম্পিকের জন্য ভারতের শেফ দ্য মিশনের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন তিনি। মেরি কম বলেছেন, এখন তার কোনও বিকল্প নেই। প্রসঙ্গত, ‘‌শেফ দ্য মিশন যে কোনও অলিম্পিকে দেশের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সদস্য। খেলোয়াড়দের যাবতীয় সুযোগ–সুবিধার ব্যবস্থা করার দায়িত্ব থাকে তাঁর উপরেই। কোনও ধরনের সমস্যা বা বিবাদের ক্ষেত্রে তিনি খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করে থাকেন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পি টি ঊষাকে চিঠিতে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মেরি কম। চিঠিতে তিনি এও লিখেছেন, ‘‌এই দায়িত্ব থেকে বাধ্য হয়ে সরে আসার জন্য দুঃখিত। এই ধরণের প্রতিশ্রুতিভঙ্গ সচরাচর আমি করি না। তবে অলিম্পিকে অংশগ্রহণকারী দেশের ক্রীড়াবিদদের পাশে আমি সবরকমভাবে থাকব।’‌ এদিকে মেরি কমের বিকল্প নাম শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা গেছে। 



বিশেষ খবর

নানান খবর

International Dance Day 2024 #aajkaalonline #danceday #InternationalDanceDay2024

নানান খবর



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া