আজকাল ওয়েবডেস্ক:‌ সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। শুক্রবার শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে, পরবর্তী শুনানির দিন পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না। পাশাপাশি আপাতত গ্রেপ্তার করা যাবে না পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকেও। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী জানান, হাইকোর্টের নির্দেশ মতো তদন্তে সহযোগিতা করতে হবে তাঁদের। সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট) তদন্ত চালিয়ে যাবে বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শুক্রবার গৌতম পালের আইনজীবী আদালতে জানান, এই দুর্নীতির প্রসঙ্গে তাঁর মক্কেল কিছুই জানেন না। গত বছর ২৪ আগস্ট তিনি পর্ষদের দায়িত্ব নিয়েছেন। আইনজীবীর ওই বক্তব্য শোনার পরেই গৌতমকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, নিয়োগ তদন্তে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন গৌতম পাল। প্রয়োজনে তাঁকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যান গৌতম পাল। শুক্রবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট আপাতত তাঁকে রক্ষাকবচ দিল।