শীতের বিদায়লগ্নে বাংলার আবহাওয়ায় বড়সড় বদল। ফেব্রুয়ারিতেই ঝেঁপে নামবে বৃষ্টি। আগামী সপ্তাহে টানা তিনদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি বাড়বে তাপমাত্রার পারদও।
2
8
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
3
8
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তারপরের তিনদিন তাপমাত্রার পারদ আবারও দু'-চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
4
8
আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামিকাল, সোমবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে।
5
8
আবহাওয়া বদল হবে আগামী সপ্তাহে। আগামী বুধবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
8
বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে এবং শুক্রবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা পর তাপমাত্রার পারদ চড়বে। একধাক্কায় চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। পাশাপাশি কুয়াশাচ্ছন্ন থাকবে প্রায় অধিকাংশ জেলা।
8
8
আজ দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবারেও দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলায় কুয়াশার দাপট থাকলেও শুষ্ক আবহাওয়াই থাকবে।