বিদায়বেলায় ঝোড়ো ব্যাটিং করছে শীত। শনিবার শহর কলকাতার তাপমাত্রা ১৭.৩ ডিগ্রিতে নেমেছে। অন্যদিকে, জেলায় জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে। যদিও হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার থেকে বাড়বে গরম। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
2
5
শনিবার সকালেও বাংলাজুড়ে শীতের আমেজ ছিল। কিন্তু রবিবার থেকে বদলাবে আবহাওয়া। একধাক্কায় দুই থেকে চার ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ। সোমবার থেকে রীতিমতো গরম অনুভূত হবে। সোমবার সকাল থেকে মেঘলা থাকবে আকাশ। একাধিক জেলায় থাকবে কুয়াশার দাপটও। উত্তর–পশ্চিমের বদলে বইবে দক্ষিণ–পূর্ব বাতাস।
3
5
বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলিতে। বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। বিদায় নেবে শীতের আমেজ।
4
5
উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার কুয়াশার দাপট ছিল। সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে।