আজকাল ওয়েবডেস্ক: প্যারিস প্যারালিম্পিকে সাফল্যের দিন ভারতের। রবিবার জোড়া পদক জয়ের কয়েক ঘন্টা কাটতে না কাটতেই আবার পদক। দেশকে রুপো এনে দিলেন যোগেশ কাঠুনিয়া। পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ ৫৬ বিভাগে পদক জিতলেন তিনি। টোকিও অলিম্পিকে একই ইভেন্টে রুপো জিতেছিলেন যোগেশ। এবার পদকের রং বদলাতে চেয়েছিলেন। কিন্তু অল্পের জন্য সেটা হল না। যদিও ফাইনালে শুরুটা দারুণ করেন। মরশুমের সেরা থ্রো করেন। কিন্তু বাকি থ্রোগুলোতে ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলেন না। পরের থ্রোগুলো প্রথম বারের থেকে কম দূরত্ব অতিক্রম করে। তারমধ্যে শেষ থ্রো সবচেয়ে কম। 

টোকিও অলিম্পিকের তুলনায় এবার কম থ্রো করে রুপো জেতেন। টোকিও প্যারালিম্পিকে ৪৪.৩৮ মিটার থ্রো করে রুপো জিতেছিলেন। কিন্তু প্যারিসে ৪২.২২ মিটার থ্রো করে পদক জিতলেন। এবারের প্যারালিম্পিকে এটা ভারতের অষ্টম পদক। তারমধ্যে রয়েছে একটি সোনা, তিনটে রুপো এবং চারটে ব্রোঞ্জ। যোগেশকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পাঠান ভারতের প্যারা অ্যাথলিট দীপা মালিক। তিনি লেখেন, 'প্যারিস প্যারালিম্পিকে পুরুষদের ডিসকাসে রুপো জেতার জন্য যোগেশ কাঠুনিয়াকে অভিনন্দন। তোমার নিষ্টা দিয়ে তুমি দেশকে গর্বিত করেছ।'