আজকাল ওয়েবডেস্ক: এখনও লাল বলের ক্রিকেটে দেশের জার্সিতে অভিষেক হয়নি। কয়েকটা সফরে দলের সঙ্গে থাকলেও হাতেখড়ি হয়নি। এবার সেই অভিমন্যু ঈশ্বরণের অধিনায়কত্বে খেলবেন যশস্বী জয়েসওয়াল, ঈশান কিষাণ, করুণ নায়াররা। শুক্রবার ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় এ দল ঘোষণা করা হল। সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ এবং করুণ নায়ার। দলে আছে যশস্বী জয়েসওয়ালও। দ্বিতীয় ম্যাচের আগে শুভমন গিল এবং সাই সুদর্শন দলের সঙ্গে যোগ দেবে। নীতিশ কুমার রেড্ডি, শার্দূল ঠাকুর, ঋতুরাজ গায়কোয়াড়, খলিল আহমেদ, সরফরাজ খানও দলে রয়েছে। দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। সহ অধিনায়ক ধ্রুব জুরেল।
বিসিসিআইয়ের মিডিয়া বিবৃতি অনুযায়ী, শুভমন গিল এবং সাই সুদর্শন দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবে। দুটো ম্যাচ যথাক্রমে ৩০ মে এবং ৬ জুন। ক্যান্টারবারি এবং নরদাম্পটনে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটো প্রথম শ্রেণির ম্যাচ খেলবে ভারতীয় এ দল। শেষ ম্যাচ ভারতীয় সিনিয়র দলের বিরুদ্ধে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর ভারতীয় ক্রিকেটে, মূলত ব্যাটিংয়ে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। তাই করুণ নায়ার এবং অভিমন্যু ঈশ্বরণের দিকে বিশেষ নজর রাখা হবে। আনক্যাপড প্লেয়ারদের মধ্যে মানব সুথার, তনুষ কোটিয়ান, অংশুল কম্বোজ, তুষার দেশপান্ডে এবং হর্ষ দুবে ভারতীয় এ দলে সুযোগ পেয়েছেন।
