আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর প্রথমবার ইংল্যান্ডে অ্যাওয়ে সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া। তাই এই সিরিজের তাৎপর্য আলাদা। ২০ জুন থেকে শুরু করে মোট পাঁচটি টেস্ট খেলবে ভারত। সিনিয়র দলের সফর শুরু হওয়ার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো ম্যাচ খেলবে ভারতীয় এ দল। ৩০ মে ভারতীয় এ দলের সফর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মাঝে ভারত-পাকিস্তান যুদ্ধের পরিস্থিতির জন্য সাতদিন স্থগিত রাখা হয় আইপিএল। যার ফলে ৩ জুন শেষ হবে কোটিপতি লিগ। অর্থাৎ, ভারতীয় এ দলের সফর দেরীতে শুরু হবে। কারণ দলের একাধিক প্লেয়ার আইপিএলে খেলছে।
সূত্রের খবর অনুযায়ী, যশস্বী জয়েসওয়াল এবং ঈশান কিষাণকে রাখা হবে ভারতীয় এ দলে। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম আনঅফিসিয়াল টেস্ট খেলবে দু'জন। প্রথম ম্যাচের জন্য ১৪ জনের দল বেছে নেওয়া হবে। যারা প্লে অফে ওঠেনি, সেই দল থেকেই বেশিরভাগ প্লেয়ার বেছে নেওয়া হবে। এই তালিকায় রয়েছে করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, অভিমন্যু ঈশ্বরণ, ধ্রুব জুরেল, শার্দূল ঠাকুর, তানুষ কোটিয়ান, আকাশ দীপ, খলিল আহমেদ, অংশুল কম্বোজ এবং মানব সুথার। ভারতীয় সিনিয়র দলের সঙ্গে ইংল্যান্ডে যাবেন সরফরাজ খান। আঙুলে চোটের জন্য যেতে পারবেন না রজত পতিদার। একটি রিপোর্টে বলা হয়েছে, দ্বিতীয় ম্যাচের জন্য পাঠানো হতে পারে শুভমন গিল, সাই সুদর্শন এবং ওয়াশিংটন সুন্দরকে। টেস্ট সিরিজ শুরুর আগে নিজেদের মধ্যে ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলবে ভারতীয় দল। রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর দুটো জায়গা খালি হয়েছে। ঘরোয়া ক্রিকেট এবং ভারতীয় এ দলের হয়ে ভাল পারফরম্যান্সের পর সিনিয়র দলে জায়গা করে নিতে পারেন অভিমন্যু ঈশ্বরণ। তবে তাঁর সঙ্গে লড়াইয়ে আছেন সাই সুদর্শন। ভাল খেলার জন্য মুখিয়ে থাকবেন করুণ নায়ারও।
