আজকাল ওয়েবডেস্ক: লর্ডসে জিতে উঠে খারাপ সংবাদ পেল ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজের বাকি দুটো টেস্টে আর পাওয়া যাবে না শোয়েব বশিরকে। তিনি চোট পেয়েছিলেন দু'দিন আগেই। লর্ডস টেস্টে ভারতের প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার ক্যাচ ধরতে গিয়ে কনিষ্ঠায় চোট পান। সূত্রের খবর তাঁর কনিষ্ঠা ভেঙে গিয়েছে। ভারতের দ্বিতীয় ইনিংসে তাঁকে সেভাবে বল করতে দেখা যায়নি।
কিন্তু রবীন্দ্র জাদেজা যখন জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজকে নিয়ে মরিয়া লড়াই চালাচ্ছেন, তখন শোয়েব বশিরকে আক্রমণে আসতে দেখা গিয়েছে। চোট পাওয়া আঙুল নিয়েই শোয়েব বশির ম্যাজিক দেখান। তিন টেস্টে বশির নেন ১০টি উইকেট। তবুও লর্ডসের নায়ক তাঁকেই মনে করা হচ্ছে। ভারতের টেলএন্ডারদের যখন আউট করতে রীতিমতো ঘাম ঝরাচ্ছেন, তখন শোয়েব বশির সিরাজকে বোল্ড করেন।
এ তো গেল ইংল্যান্ড শিবিরের কথা। ভারতীয় শিবিরেও অস্বস্তি। লর্ডসে হারার পরই শুভমান গিলের দিকে উড়ে এসেছে জশপ্রীত বুমরাহ ও ঋষভ পন্থ নিয়ে প্রশ্ন। ভারত অধিনায়ক কৌশলী উত্তর দিয়েছেন, ''সময় এলে জানতে পারবেন।''
আরও পড়ুন: ডার্বির আগে ধাক্কা, পাঠচক্রের কাছে হার ইস্টবেঙ্গলের
চলতি মাসের ২৩ তারিখ ওল্ড ট্র্যাফোর্ডে হবে চতুর্থ টেস্ট। চাপে ভারত। সিরিজে ঘুরে দাঁড়াতে হলে ভারতকে চতুর্থ টেস্ট ম্যাচ জিততেই হবে।
ওল্ড ট্র্যাফোর্ডে পন্থ ও বুম বুম বুমরাহকে নিয়ে একইসঙ্গে আশঙ্কা ও আশার বাণী। চতুর্থ টেস্টে বুমরাহকে পাওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
মূলত পাঁচ টেস্টের সিরিজে তিনটি টেস্ট ম্যাচ খেলার কথা তারকা পেসারের। বুমরাহ ইতিমধ্যেই দু'টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। ম্যানচেস্টার কি খেলবেন বুমরাহ? নাকি দ্য ওভালে নামবেন? গিল বলেন, ''সময় এলে দেখা যাবে।''

লর্ডসে ৪৩ ওভার বল করেছেন বুমরাহ। সাত উইকেট তাঁর ঝুলিতে। বুমরাহকে অস্বস্তিতে ভুগতে দেখা যায়নি। তবে অনেকেই মনে করছেন, পরের টেস্ট ম্যাচ শুরু হতে এখনও আট দিনের মতো সময় রয়েছে। ফলে বুমরাহ নিজে নামার চেষ্টা করবেন। হেডিংলি টেস্টের পরে সাত দিন সময় পেলেও বুমরাহ কিন্তু এজবাস্টনে নামেননি। সিরিজে ফিরতে গিলের এখন বুমরাহকে খুবই দরকার। যদিও এজবাস্টনে বুমরাহ না থাকলেও ভারত কিন্তু জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছিল। সেই টেস্টে সিরাজ ও আকাশদীপ পার্থক্য গড়ে দিয়েছিলেন।
পরের টেস্টের আগে চোটগ্রস্ত পন্থকে নিয়ে চলছে চর্চা। লর্ডসে কিপিং করতে গিয়ে চোট পান তিনি। বাকি সময়ে পন্থকে কিপিং করতে দেখা যায়নি। তিনি ব্যাটিং করেছিলেন। সেই কারণে পন্থকে নিয়ে তৈরি হয়েছে জল্পনা। ম্যানচেস্টারে কি পন্থ থাকবেন? গিল বলেন, ''ঋষভের স্ক্যান হয়েছে। ওর চোট গুরুতর নয়, আশা করছি চতুর্থ টেস্টের আগে ও সুস্থ হয়ে উঠবে।''

করুণ নায়ার এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। পরবর্তী দুটি টেস্টে তিনি কি সুযোগ পাবেন? দেবাং গান্ধী, দীপ দাশগুপ্তর মতো কেউ কেউ কিন্তু নায়ারকে নিয়ে প্রশ্ন তুলেছেন।
মনে করা হচ্ছে ম্যানচেস্টারে সাই সুদর্শন দলে ঢুকে পড়বেন। প্রথমত টেস্ট হেরে চাপে ভারত। তার উপরে দুই তারকা ক্রিকেটারকে নিয়ে তৈরি হয়েছে জল্পনা। শেষ পর্যন্ত কী হয়, তা বলবে সময়।
আরও পড়ুন: বিলেতের মাটিতে নয়া নজির বৈভবের
