আজকাল ওয়েবডেস্ক: মেগা নিলামের আগে ঘর গোছাতে মাঠে নামে পড়েছে সমস্ত ফ্র্যাঞ্চাইজি। দলের রিটেনশন নিয়ে এবার বড়সড় আপডেট দিলেন দিল্লি ক্যাপিটালসের সহ মালিক পার্থ জিন্দাল। জানিয়ে দিলেন, ঋষভ পন্থকে রিটেন করা হবে। পাশাপাশি আরও বেশ কয়েকজনের নাম জানালেন, যাদের রেখে দিতে চায় দিল্লি। পার্থ জিন্দাল বলেন, 'আমরা অবশ্যই ঋষভ পন্থকে রিটেন করব। আমাদের দলে বেশ কয়েকজন ভাল প্লেয়ার আছে। নিয়মকানুনও আমরা জেনে গিয়েছি। আমাদের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আলোচনা করেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে পন্থকে অবশ্যই রাখা হবে। এছাড়াও অক্ষর প্যাটেল, ট্রিস্টান স্টাবস, জেক ফ্রেজার ম্যাকগুর্ক, কুলদীপ যাদব, অভিষেক পোড়েল, মুকেশ কুমার, খলিল আহমেদের মতো ক্রিকেটাররা আছে। নিলামে কী হয় দেখতে হবে। তবে তার আগে কোন ছ'জনকে আমরা রাখব, সেই সিদ্ধান্ত নিতে হবে। আলোচনার পর আমরা সেটা ঠিক করব।' 

নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে আইপিএলের মেগা নিলাম হবে। সকলের নজর সেদিকেই। বর্তমান দল থেকে ছ'জনকে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। তারমধ্যে পাঁচজন ক্যাপড প্লেয়ার হতে হবে। দু'জন আনক্যাপড প্লেয়ার থাকতে পারে। পাঁচ বছর ভারতের জার্সিতে না খেলা প্লেয়ারকে 'আনক্যাপড' ধরা হবে। ফ্র্যাঞ্চাইজিগুলোর পার্স মূল্য বেড়ে ১২০ কোটি করা হয়েছে। বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে, ১৮ কোটি দিয়ে দু'জন ক্রিকেটারকে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দু'জনকে ১৪ কোটিতে এবং একজনকে ১১ কোটিতে রাখা যাবে।