আজকাল ওয়েবডেস্ক:‌ মুল্লানপুরে শুক্রবার এলিমিনেটরে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে গুজরাট টাইটানস। যে দল হারবে তারা যাবে ছিটকে। যারা জিতবে তারা রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।


এখন প্রশ্ন খেলায় বৃষ্টি বিঘ্ন ঘটাবে না তো?‌ প্রথম কোয়ালিফায়ারে একফোঁটা বৃষ্টি হয়নি। কিন্তু শুক্রবার মুল্লানপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু খেলায় তা প্রভাব ফেলার সম্ভাবনা খুবই কম। ম্যাচের সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফলে শুক্রবার বৃষ্টির প্রভাব পড়ার সম্ভাবনা কম ম্যাচে।


যদিও বা বৃষ্টি কোনও কারণে প্রভাব ফেলে আর খেলা ভেস্তে যায়, তাহলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার সুবাদে গুজরাট খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। আর মুম্বই নেবে বিদায়। কারণ ফাইনাল ছাড়া প্লেঅফে কোনও রিজার্ভ ডে নেই। 


রবিবার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর আগামী মঙ্গলবার ফাইনাল। দুটি ম্যাচই হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। 


এদিকে, বৃহস্পতিবার মুল্লানপুরে প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে আট উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে আইপিএল ফাইনালে চলে গেছে আরসিবি।