আজকাল ওয়েবডেস্ক: হারের গন্ধ ঢুকে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিং রুমে। সেই ক্যারিবিয়ানরা হার এড়াল অবিশ্বাস্য খেলে। 

ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের ৫৩১ রান তাড়া করে টেস্ট জিততে পারেনি। তবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ড্র করে দেখিয়ে দিল এ তাদের জয়েরই সমান। 

চতুর্থ ইনিংসে জাস্টিন গ্রিভসের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৫৭ রান করে টেস্ট ড্র করেছে ক্যারিবিয়ানরা। 

টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তোলার রেকর্ড। 

কিউয়িরা দ্বিতীয় ইনিংসে ৪৬৬ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। 

৫৩১ রান করলে ম্যাচ জিতবে এই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে  শাই হোপ ১৪০ রান করেন। জাস্টিন গ্রিভস ২০২ রানে অপরাজিত থেকে যান। 

কেমার রোচ ৫৮ রানে অপরাজিত থেকে যান। ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত ৬ উইকেটে ৪৫৭ রান করে। 

হোপ ও গ্রিভস ১৯৬ রান জুটিতে তোলেন। রস্টন চেজ যখন প্যাভিলিয়নে ফিরেছিলেন, তখন ক্যারিবিয়ানদের রান ছিল ৪ উইকেটে ৭২। 

একেকটা ম্য়াচ একেক জনের জন্য স্মরণীয় হয়ে যায়। সেরকমই গ্রিভস। এর আগে ২২ ইনিংসে ২২ গড়ে রান করেছিলেন গ্রিভস। সেই রোচ  ২০২ রান করলেন। স্মরণীয় করে রাখলেন ম্যাচ। 

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ২৩১ রান। ১৬৭ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই ওয়েস্ট ইন্ডিজ যে দ্বিতীয় ইনিংসে সাড়ে চারশোর সামান্য কিছু বেশি রান করে ফেলবে, তা কেউই বিশ্বাস করতে পারবেন না। 

গ্রিভস আর কেমার রোচ ভারতের কিংবদন্তি শচীন তেণ্ডুলকর ও মনোজ প্রভাকরের রেকর্ডও ভেঙে দিয়েছেন। 

টেস্টের চতুর্থ ইনিংসে সপ্তম উইকেটে  গ্রিভস ও রোচ তোলেন ১৮০ রান। 

১৯৯০ সালে ১৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন শচীন ও মনোজ।
শাই হোপের ১৪০ রানের ইনিংসও কোনও অংশে কম নয়। চোখে সংক্রমণ নিয়ে ব্যাট করেন হোপ।