আজকাল ওয়েবডেস্ক: জাভেদ মিয়াঁদাদের মতো শেষ বলে ছক্কা মেরে সিয়াটল ওরকাসকে আগের ম্যাচেই  জিতিয়েছেন তিনি। 

সেই ম্যাচের রেশ কাটতে না কাটতেই আবার শিমরন হেটমায়ার ম্যাজিক দেখালেন। ফের ছক্কা মেরে তিনি জেতান সিয়াটল ওরকাসকে। 

এদিনও ছক্কার বর্ষণ ঘটান হেটমায়ার। তাঁর ২৬ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংসে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের দেওয়া ২০৩ রানের লক্ষ্য অতিক্রম করে সিয়াটল। পাঁচ উইকেটে ম্যাচ জেতে হেটমায়ারের সিয়াটল। 

 

?ref_src=twsrc%5Etfw">June 29, 2025

আগের ম্যাচ জেতার সমীকরণ অবশ্য কঠিন ছিল হেটমায়ারের। এদিন অপেক্ষাকৃত সহজ ছিল পরিস্থিতি। শেষ ওভারে দরকার ছিল ৫ রান। 

প্রথম ৪ বলে ২ রান ওঠে। পঞ্চম বলে ছক্কা মেরে জয় এনে দেন হেটমায়ার। এই ম্যাচে জয়ের ফলে সিয়াটল এখন চার নম্বরে। 

হেটমায়ার যখন ব্যাট হাতে নামেন, তখন সিয়াটলের দরকার ছিল ৪৭ বলে ৭৭ রান। ১৮ বলে পঞ্চাশ করেন ক্যারিবিয়ান ক্রিকেটার। হেটমায়ারের ইনিংসে সাজানো ছিল ৬টি ছক্কা ও ৪ টি চার।পায়ে ক্র্যাম্প নিয়ে হেটমায়ার দুটি ম্যাচে অসাধ্য সাধন করলেন।