আজকাল ওয়েবডেস্ক: শিমরন হেটমায়ারের হলটা কী! তিনি যা ধরছেন, তাতেই সোনা ফলাচ্ছেন।
মেজর লিগ ক্রিকেটে টানা তিন ম্যাচ জিতল সিয়াটল অরকাস। প্রতিবারই জয়ের নায়ক শিমরন হেটমায়ার।
সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিরুদ্ধে ৩৭ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংস খেললেন তিনি। হেটমায়ারের জন্যই ১৬৯ রান তাড়া করে জিতেছে সিয়াটল।
৩ ইনিংসে অপরাজিত থেকে হেটমায়ারের সংগ্রহ ২৩৯ রান। এই ৩ ম্যাচে তিনি ২২টি ছক্কা মেরেছেন। এই তিনটি ম্যাচ তিনি একাই জিতিয়েছেন দলকে।
মেজর লিগ ক্রিকেটে হেটমায়ারের দুর্দান্ত সব ইনিংসের পরে অনেকেই বলছেন, আইপিএলে কোথায় ছিল এরকম ইনিংস!
নিউইয়র্কের বিরুদ্ধে শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন। নাইট রাইডার্সের বিরুদ্ধে পরের ম্যাচেও ছক্কা মেরে এনে দেন জয়। এদিন শেষ ওভরে জয়ের জন্য দরকার ছিল ৮ রান। রোমারিও শেফার্ডের হাতে ছিল বল। প্রথম বলটা ডট করেন শেফার্ড। দ্বিতীয় বলে ছক্কা ও তৃতীয় বলে দুই রান নিয়ে ম্যাচ জেতান হেটমায়ার।
