আজকাল ওয়েবডেস্ক: যুবভারতীর পড়ন্ত বিকেল। সবে সন্ধে হচ্ছে। এশিয়ার অন্যতম বৃহৎ স্টেডিয়ামে এশিয়া সেরা হওয়ার লক্ষ্যে যাত্রা শুরু কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবের। যুবভারতীর সবুজ গালিচায় দাপিয়ে বেড়ালেন জেমি ম্যাকলারেন,‌ জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসরা। মোলিনার কড়া নজরদারিতে গোল করে চলল ওয়ান টাচ ফুটবল। দলের নতুন সদস্য রবসন। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যে দলের সঙ্গে মিশে গিয়েছেন। শরীরীভাষা দেখে কে বলবে সবে কয়েকদিন আগে বাগানে যোগ দিয়েছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে অংশ নেওয়ার আগে আত্মবিশ্বাসের ছাপ সবুজ মেরুন ফুটবলারদের মধ্যে। একমাত্র দলছুট মনবীর সিং। চোটের জন্য পাওয়া যাবে না তাঁকে। মাঠের ধারে ফিজিওর সঙ্গে সময় কাটান। মঙ্গলবার সন্ধেয় মূল স্টেডিয়ামে চূড়ান্ত প্রস্তুতি সাড়ে সবুজ মেরুন ব্রিগেড। ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতিতে এএফসির শুরুটা জয় দিয়ে করতে মরিয়া ভারতসেরা ক্লাবের কোচ। 

ভারতে সমস্ত টুর্নামেন্ট জেতা হয়ে গিয়েছে। আন্তোনিও হাবাসের অধীনে আইএসএল লিগ শিল্ড জেতার পর হোসে মোলিনার তত্ত্বাবধানে গত মরশুমে লিগ শিল্ড জয়ের পাশাপাশি আইএসএল চ্যাম্পিয়নও হয়েছে মোহনবাগান। এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরার পালা। ভারতসেরা হওয়ার পর এশিয়ায় নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ মোহনবাগানের সামনে। আগের বছর আন্তর্জাতিক মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হয়েছে। কোনওভাবেই তার পুনরাবৃত্তি চান না বাগান কোচ। এবার এএফসি‌ চ্যাম্পিয়ন্স লিগ টুকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। মোলিনা বলেন, 'আমরা প্রমাণ করতে চাই যে শুধুমাত্র ভারতে আমরা ভাল দল নয়। আমরা যে এশিয়ায়ও সমানতালে টক্কর দিতে পারি, সেটা দেখাতে চাই। সেটা প্রমাণ করার এটাই সেরা সুযোগ। আমার মনে হয়, সেটা আমরা করতে পারি।' 

তুর্কমেনিস্তানের ক্লাব আহাল এফকেতে কোনও বিদেশি নেই। স্থানীয় ফুটবলারদের প্রমোট করতে চায় ক্লাব। সেই কারণেই পলিসিগত দিক থেকে কোনও বিদেশি নেওয়া হয়নি। কিন্তু ছ'জন বিদেশি নিয়েই নামবেন মোলিনা।‌ এটা কি তাঁদের বাড়তি সুবিধা দেবে? এই নিয়ে বিশেষ মন্তব্য করতে চাননি বাগান কোচ। জানান, এগুলো ক্লাবের বিষয়। বাকিটা ম্যাচে দেখা যাবে। ঘরের মাঠে খেলা হলেও ম্যাচটা যে খুব সহজ হবে না, মেনে নেন। তবে নিজের দলের প্রতি আত্মবিশ্বাস রয়েছে। ডার্বিতে হেরে ডুরান্ড অভিযান শেষ হওয়ার একদিন পর থেকেই এএফসির প্রস্তুতি শুরু করে দেন মোলিনা। গত ছয় সপ্তাহ ধরে টানা প্র্যাকটিস চলেছে। কিন্তু বাগানের মূল সমস্যা হল, মাঝে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি। একমাত্র এফসি গোয়ায় বিরুদ্ধে একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে। অন্যদিকে খেলার মধ্যে রয়েছে আহাল এফকে। এটাই পার্থক্য গড়ে দিতে পারে। চিন্তা থাকলেও দলের প্রস্তুতিতে খুশি বাগান কোচ। মোলিনা বলেন, 'আমি দলের প্রস্তুতিতে খুশি। আমার প্লেয়াররা খুব ভাল প্র্যাকটিস করেছে। যদিও আমরা কোনও ম্যাচ খেলার সুযোগ পাইনি। যা আমাদের সমস্যায় ফেলতে পারে। শুধু গত সপ্তাহে এফসি গোয়ার বিরুদ্ধে খেলেছি। কিন্তু প্লেয়াররা তৈরি। কঠিন ম্যাচ হবে। শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমি ভাল রেজাল্টের বিষয়ে আশাবাদী।' সমর্থকদের উপস্থিতিতে মঙ্গল রাতে তিন পয়েন্ট ঘরে তুলতে মরিয়া মোলিনা।