আজকাল ওয়েবডেস্ক: বড় মঞ্চের খেলোয়াড় আইডেন মার্করাম। তাঁর দুরন্ত সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকা জিতে নিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। 

চিরকালই তিনি ইতিবাচক, আত্মবিশ্বাসী ও দায়িত্ববান। লর্ডসেও তাই দেখা গেল। জেতার জন্য ৬ রান দরকার। ঠিক সেই সময়ে প্রোটিয়া তারকার ইনিংস শেষ হয়। হতমান মার্করাম ফিরে যান প্যাভিলিয়নে। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এসে মার্করামকে অভিনন্দন জানিয়ে যান। 

এই আবহে বিরাট কোহলির সাত বছর আগে করা ভবিষ্যদ্বাণীই সত্যি হল। কোহলির সেই পোস্ট ফের ছড়াতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। ২০১৮ সালের, ২৪ মার্চ বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকান তারকা মার্করামের ব্যাটিং দেখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, ''আইডেন মার্করাম ইজ আ ডিলাইট টু ওয়াচ।'' 

 

?ref_src=twsrc%5Etfw">March 24, 2018

কেপটাউনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রোটিয়া ব্যাটার খেলেছিলেন ৮৪ রানের ইনিংস। সেই বছরের ৩০ মার্চ ফের মার্করামকে নিয়ে পোস্ট করেছিলেন কোহলি। 

সাত বছর আগে মার্করামকে নিয়ে ভুল কিছু লেখেননি কোহলি। এখন দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটার আগের থেকেও পরিণত। লর্ডসের মাঠে সেটাই দেখা গেল। তাঁর ও বাভুমার পার্টনারশিপ ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরাল। শনিবার চোটগ্রস্ত, যন্ত্রণাকাতর বাভুমা ফিরে গেলেও মার্করাম কিন্তু একাই আগলে রাখেন উইকেট। জেতার জন্য ঠিক যখন ৬ রান দরকার, তখন প্যাভিলিয়নে ফিরে যান দক্ষিণ আফ্রিকান তারকা। 

তবুও জিততে সমস্যা হয়নি প্রোটিয়াদের। সাত বছর কম সময় নয়। বিরাট কোহলির ভবিষ্যদ্বাণী যে কতটা ঠিক ছিল, এই ২০২৫ সালে এসে সেটাই দেখা  গেল।