আজকাল ওয়েবডেস্ক: বিসিসিআইয়ের ফিটনেস টেস্টে পাশ করার পর লন্ডন থেকেই পরীক্ষার ফল সুনীল ছেত্রীকে পাঠিয়েছিলেন বিরাট কোহলি। এমনটাই জানালেন, ভারতের ফুটবল তারকা এবং প্রাক্তন অধিনায়ক। এমনিতই বিরাট কোহলি এবং সুনীল ছেত্রী বরাবরের ভাল বন্ধু। তার নিদর্শন পাওয়া গেল আরও একবার। ছেত্রী জানালেন, লন্ডন থেকে নিজের ফিটনেস টেস্টের স্কোর তাঁর সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বিরাট কোহলি। সম্প্রতি শোনা গিয়েছিল, কোহলি লন্ডনেই তাঁর বাধ্যতামূলক প্রি-সিজন ফিটনেস টেস্ট দিয়েছেন বিসিসিআইকে, আর সেই খবর সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে। অন্যদিকে টেস্ট অধিনায়ক শুভমান গিল, একদিনের অধিনায়ক রোহিত শর্মা, জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল-সহ জাতীয় দলের বাকি ক্রিকেটারদের বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে গিয়ে পরীক্ষা দিতে হয়।
এই ভিন্ন মানদণ্ড নিয়েই বিসিসিআইকে তুলোধোনা করেছিলেন অনেকেই। প্রসঙ্গত, ‘দেশি প্রিমিয়ার লিগ’ নামক এক পডকাস্টে নিজের কোহলি-ভক্তির কথা জানাতে গিয়ে ছেত্রী বলেন, ‘কয়েক দিন আগেই ও (কোহলি) লন্ডনে একটি ফিটনেস টেস্ট দিচ্ছিল, আর সেখানকার স্কোর আমাকে পাঠাচ্ছিল। ব্যাপারটা এতটা আসক্তিমূলক, আর এমন মানুষদের চেনা দারুণ অনুভূতি। খারাপ দিনে, যখন আলস্য আসে, তখন তাদের দেখে মনে হয়, ‘চলো এগোনো যাক’। যখন তুমি সেরা অবস্থানে থাক, তখন সবাই বিরাট কোহলি বা রোনাল্ডো হতে চায়। আর এই দু’জন এতদিন ধরে নিজেদের জায়গায় টিকে আছে, সেটাই অবিশ্বাস্য।’ উল্লেখ্য, বিসিসিআইয়ের এই ফিটনেস টেস্টে এখনকার মতো ইয়ো-ইয়ো টেস্ট ছাড়াও করা হয় DXA স্ক্যান, যা হাড়ের ঘনত্ব মাপার একটি সরল পদ্ধতি।
আগেও, ২০২৩ সালে কোহলি তাঁর ইয়ো-ইয়ো টেস্টের স্কোর প্রকাশ করেছিলেন ইনস্টাগ্রামে। এরপরই বিসিসিআই খেলোয়াড়দের মৌখিকভাবে সতর্ক করে দিয়েছিল, ফিটনেস স্কোর প্রকাশ না করতে, কারণ তা চুক্তিভঙ্গের আওতায় পড়তে পারে। প্রসঙ্গত, কোহলি আগামী অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। এর আগে তিনি শেষ খেলেছিলেন চলতি বছরের ফেব্রয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে শতরান এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। এই বছর মে মাসে ইংল্যান্ড সিরিজের আগেই তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জেতার পর টি-টোয়েন্টি থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। এখন শুধুমাত্র একদিনের ফরম্যাটে খেলবেন কোহলি।
