আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে অধিনায়ক রূপে দেখা গেল বিরাট কোহলিকে। কখনও ফিল্ডিং সাজানো, কখনও রোহিত শর্মাকে উপদেশ দেওয়া, কোন অজি ব্যাটারদের কোন লাইনে বল করতে হবে টানা গাইড করে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরা এবং আকাশ দীপ যখন নতুন বলে বোলিং শুরু করলেন তখন থেকেই একেবারে ফোকাসড দেখাচ্ছিল বিরাট কোহলিকে। প্রাক্তন ভারত অধিনায়ক গোটা দিন মাঠে খেলোয়াড়দের উজ্জীবিত করে গিয়েছেন। সম্প্রচারকারীদের চ্যানেলের ক্যামেরা বারবার তাঁকে ধরছিল।
স্লিপ কর্ডনে অধিনায়ক রোহিত শর্মার পাশেই দাঁড়িয়ে কোহলিকে ফিল্ডিং সাজাতে দেখা যায়। অস্ট্রেলিয়ান দুই ওপেনারকে লক্ষ্য করে স্লেজও করে যান কোহলি। এমনকি ধারাভাষ্যকার মার্ক নিকোলাস বলেছিলেন, ‘বিরাট কোহলিকে মাঠে অত্যন্ত সক্রিয় দেখাচ্ছে। মনে হচ্ছে যেন তিনিই দলকে নেতৃত্ব দিচ্ছেন’। প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর এদিন কোহলির তুলনা করেন জাভেদ মিয়াদাদ এবং ইমরান খানের সঙ্গে। মিয়াদাদ প্রায়শই অধিনায়কের সঙ্গে পরামর্শ করতেন। তেমনই এদিন কোহলিকেও রোহিতের পাশে দেখা গেছে। মহম্মদ সিরাজকে বোলিং কৌশল নিয়ে পরামর্শ দেন কোহলি।
ফলস্বরূপ কিছুক্ষণ পরেই স্টিভ স্মিথের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন সিরাজ। এমনকি, ৮০ ওভারের পর যখন নতুন বল নিতে চাইছিলেন না রোহিত, তখন কোহলি পরামর্শ দেন। তারপরেই নতুন বল নেয় ভারত। নাথান লায়ন স্লিপে ক্যাচও দিয়ে বসেন কিন্তু বুমরা নো বল করায় নট আউট থেকে যান লায়ন। ফিল্ডিং সাজানো এবং বোলিং পরিবর্তনেও অধিনায়ক রোহিত শর্মাকে সহায়তা করতে দেখা যায় বিরাট কোহলিকে। ভারতের সর্বকালের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে এদিন মাঠে বেশ সক্রিয় দেখায় কোহলিকে।
