আজকাল ওয়েবডেস্ক: বিজয় হাজারে ট্রফির জন্য দিল্লির সম্ভাব্য দলে রাখা হল বিরাট কোহলি এবং ঋষভ পন্থকে। বৃহস্পতিবার দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে যে সম্ভাব্য দলের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে কোহলি এবং পন্থের।

ইতিমধ্যেই, খবর মিলেছে বিজয় হাজারে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন কোহলি। তারপরই প্রকাশিত হল সম্ভাব্য দলের তালিকা। দীর্ঘ ১৫ বছর পর এই একদিনের ঘরোয়া টুর্নামেন্টে নামতে চলেছেন কোহলি।

ডিডিসিএ গত ২ ডিসেম্বর জানিয়েছিল, প্রাক্তন ভারত অধিনায়ক আসন্ন বিজয় হাজারে ট্রফিতে খেলতে উপলব্ধ থাকবেন। তাঁর সঙ্গে দলে যোগ দিচ্ছেন ঋষভ পন্তও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআই সিরিজে ভারতীয় দলে থাকলেও তিন ম্যাচে নামার সুযোগ পাননি তিনি। ডিডিসিএ–র বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৫-২৬ মরশুমের বিজয় হাজারে ট্রফির জন্য দিল্লি সিনিয়র পুরুষ দলের সম্ভাব্যদের তালিকা প্রস্তুত করেছে নির্বাচকরা। সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য নির্বাচিত খেলোয়াড়রাও এই তালিকায় আছেন। এছাড়া, বিরাট কোহলি এবং ঋষভ পন্থ বিজয় হাজারে ট্রফির জন্য দলে যোগ দেবেন।’

উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে দিল্লি। স্বাভাবিকভাবেই কোহলির উপস্থিতি ম্যাচটিকে একটি সাধারণ ঘরোয়া ৫০ ওভারের ম্যাচের তুলনায় অনেক বড় আকর্ষণে পরিণত করেছে।

শেষবার কোহলি বিজয় হাজারে ট্রফি খেলেছিলেন ২০১০ সালের ফেব্রুয়ারিতে সার্ভিসেসের বিপক্ষে। এরপর ২০১৩ সালের এনকেপি সালভ চ্যালেঞ্জার ট্রফির পর থেকে দিল্লির হয়ে লিস্ট–এ ম্যাচ খেলেননি তিনি।

তাঁর এই প্রত্যাবর্তন বোর্ডের নির্দেশনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে, ফিট থাকলে এবং জাতীয় দলের খেলা না থাকলে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।

উল্লেখ্য, চলতি বছর ভারতের হয়ে ওডিআইতে সর্বোচ্চ রান সংগ্রহকারী কোহলির ঝুলিতে রয়েছে ১৩ ম্যাচে ৬৫১ রান, তিনটি শতরান এবং চারটি অর্ধশতরান।

দক্ষিণ আফ্রিকা সিরিজে কোহলি একাই করেন ৩০২ রান, যার মধ্যে দুটি সেঞ্চুরি রয়েছে। ঋষভ পন্থও ওডিআই দলে নিজের প্রত্যাবর্তনের চেষ্টায় আছেন।

তবে একদিনের ক্রিকেটে ভারতীয় দলের মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার এবং তারপর সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলানো হয় রুতুরাজ গায়কোয়াড়কে।

উইকেট কিপারের দায়িত্ব পালন করেন কেএল রাহুল। শেষবার ঋষভ ২০২৪ সালের আগস্টে এই ফরম্যাটে ভারতের হয়ে খেলেছিলেন।

উল্লেখ্য, এ প্লাস ক্যাটাগরি থেকে এ তে নামিয়ে আনা হতে পারে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। চলতি বছরের এপ্রিলে প্লেয়ারদের কেন্দ্রীয় চুক্তি নবীকরণ হয়।

সেবারও শোনা গিয়েছিল, সর্বোচ্চ ক্যাটাগরি থেকে নামিয়ে আনা হতে পারে দুই তারকাকে। কিন্তু এবার সেটা সত্যি হতে চলেছে। কেন্দ্রীয় চুক্তিকে চার বিভাগে ভাগ করা হয়।

তালিকায় রয়েছে এ প্লাস, এ, বি এবং সি ক্যাটাগরি। প্রত্যেক বিভাগে ফিক্সড বেতন আছে। বছরে যত ম্যাচই খেলুক না কেন সংশ্লিষ্ট ক্রিকেটার, সেই নির্দিষ্ট বেতনের প্রাপক তিনি।

এছাড়াও আছে ম্যাচ ফি। নির্বাচক কমিটি, হেড কোচ এবং অধিনায়কের সঙ্গে আলোচনা করেই ক্যাটাগরি সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে এ প্লাস ক্যাটাগরিতে থাকলেও টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দুই মহাতারকা। যার ফলে এ ক্যাটাগরি থেকে নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা।

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবীন্দ্র জাদেজাও। কিন্তু এখনও টেস্ট খেলেন। যার ফলে এ প্লাস ক্যাটাগরিতে রেখে দেওয়া হতে পারে তাঁকে।

রোহিত এবং কোহলিকে নামিয়ে দেওয়া হলে, বেতন দু'কোটি কমে যাবে দুই তারকার। এ প্লাস চুক্তিতে বার্ষিক বেতন সাত কোটি। এ ক্যাটাগরিতে বেতন পাঁচ কোটি।