আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিক কালের সবথেকে বড় মিট আপ বোধহয় ঘটে গেল রবিবার। ম্যাঞ্চেস্টারে একসঙ্গে খোলামেলা আড্ডায় মাতলেন ম্যান ইউ এবং টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। সে এক অনন্য ছবি, কোথাও দেখা যাচ্ছে ম্যাগুয়ার, মাউন্ট এবং বুমরাকে আলোচনা করতে, কখনও দেখা যাচ্ছে গিল পেনাল্টি মারছেন, পোস্ট আগলাচ্ছেন ইউনাইটেড কিপার টম হিটন। ম্যাঞ্চেস্টারে এই অনন্য ক্রীড়াক্ষণে মিলে গেল ক্রিকেট ও ফুটবলের দুই মহারথী ভারতীয় ক্রিকেট দল ও ইংলিশ ক্লাব ম্যান ইউ। ভারতের চতুর্থ টেস্ট ম্যাচের আগে আয়োজিত এই যুগ্ম ফটোশুটে অংশ নেন দুই দলের তারকা ও কোচেরা।
দুই দলেরই কিট স্পনসর অ্যাডিডাসের সৌজন্যে আয়োজিত এই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ফটোশুটে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং ইউনাইটেডের ম্যানেজার রুবেন আমোরিম। তবে সবথেকে চর্চিত দৃশ্য, ভারত অধিনায়ক শুভমান গিল ও ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেজের জার্সি অদলবদল করে একসঙ্গে পোজ দেওয়া। এই একটি ছবি যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভারতীয় দল বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের জন্য ম্যাঞ্চেস্টারে পৌঁছেছে। চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই।
আরও পড়ুন: লিভ-ইন পার্টনারের হাতে খুন হলেন খোদ পুলিশ অফিসার! ঘটনায় আতঙ্কের ছায়া স্থানীয়দের মধ্যে
অন্যদিকে, ইউনাইটেড সদ্যই সুইডেনের স্টকহোমে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে একটি গোলশূন্য প্রি-সিজন ম্যাচে খেলে ফিরেছে তাদের ঘরের মাঠে। এর মাঝেই ছিল এই রিল্যাক্সড ফটোশুট ও আড্ডা। এদিনের ইভেন্টে ঋষভ পন্থকে দেখা যায় পেনাল্টি নিতে, আর গোলপোস্টে ছিলেন ইউনাইটেডের গোলকিপার টম হিটন। ভারতীয় পেসার ও ইউনাইটেডের বড় ভক্ত মহাম্মদ সিরাজ পুরোপুরি উপভোগ করেন এই সাক্ষাৎ। হ্যারি ম্যাগুয়ার ও ক্যাসেমিরোর সঙ্গে চুটিয়ে আড্ডা দেন তিনি এবং এমনকি বলও করেন ম্যাগুয়ারকে, যিনি প্যাড পরে একটি মজার নেট সেশনেও অংশ নেন।
দুই দলের খেলোয়াড়রাই মাঠে খোলামেলা মেজাজে সময় কাটান। শুধুমাত্র ফটোশুট নয়, দুটো আলাদা জগতের মানুষ এদিন মিশে গিয়েছিলেন একে অপরের সঙ্গে। ভারতীয় দল বর্তমানে সিরিজে ২-১ পিছিয়ে রয়েছে, তৃতীয় টেস্টে লর্ডসে হারের পর। বছরের শুরুতে বর্ডার গাভাসকার ট্রফিতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। অপরদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছে শেষ মরশুমে। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৬তম স্থানে শেষ করেছে রুবেন অ্যামোরিমের দল। ইউরোপা লিগের ফাইনালে হারতে হয়েছে টটেনহ্যাম হটস্পারের কাছেও। তবু এদিন বিকেলে, ম্যাঞ্চেস্টারের মাটিতে ক্রিকেট ও ফুটবল এক হয়েছিল হাসি, খেলাধুলা আর বন্ধুত্বের এক অভাবনীয় মুহূর্তে।
United in Manchester.???? #TeamIndia | @adidas | @ManUtd pic.twitter.com/zGrIqrcHKG
— BCCI (@BCCI)Tweet by @BCCI
উল্লেখ্য, বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হতে চলেছে চতুর্থ টেস্ট ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজে ২-১-এ পিছিয়ে ভারত। তার আগে আকাশদীপের চোট নিয়ে চিন্তায় টিম ইন্ডিয়া। লর্ডসে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে আকাশদীপ কেবল ৮ ওভার বোলিং করেন। নিজের চতুর্থ ওভারে হ্যারি ব্রুককে বোল্ড করেন বাংলার পেসার। এক সময়ে চোটের জন্য ফিজিওর সঙ্গে কথা বলেন আকাশ। ড্রিঙ্কস ব্রেকে তিনি মাঠে ছাড়েন। বাঁ হাতে চোট রয়েছে অর্শদীপ সিংয়েরও। বাঁ হাতে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। সেলাই করতে হবে কিনা তা এখনও স্থির নয়। এদিকে সূত্রের খবর অনুযায়ী, অর্শদীপ ও আকাশদীপের চোট থাকায় ভারত শেষ দুটি টেস্টের জন্য অংশুল কম্বোজকে ডেকেছে। ইংল্যান্ড সফরে ভারত -এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স করেন অংশুল। দু'টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তিন ইনিংসে পাঁচটি উইকেট নেন ডান হাতি পেসার।
