আজকাল ওয়েবডেস্ক: লা লিগায় ওসাসুনাকে চূর্ণ করল রিয়াল মাদ্রিদ। এই জয় রিয়াল মাদ্রিদের সাজঘরে স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনল বলা যায়।
এর আগে এল ক্লাসিকোয় বার্সেলোনা ও চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে হেরে প্রবল চাপে ছিল রিয়াল মাদ্রিদ। সমালোচিত হচ্ছিলেন কিলিয়ান এমবাপে। কোচ কার্লো অ্যানচেলোত্তির কৌশল নিয়েও প্রশ্ন উঠেছিল। এরকম চাপের মুখেই তো বারবার ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ফিনিক্স পাখির মতো প্রত্যাবর্তন ঘটেছে। এদিন ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিক ও বেলিংহামের গোলে রিয়াল ৪-০ গোলে বিধ্বস্ত করে ওসাসুনাকে।
এই ভিনিসিয়াস জুনিয়র ৪১ পয়েন্টে রদ্রির কাছে ব্যালন ডি অর ট্রফিটা হারিয়েছিলেন। এদিন তিনি ধরা দিলেন অন্য অবতারে। ওসাসুনার বিরুদ্ধে ভিনিসিয়াসের হ্যাটট্রিকের দিন গোলের রাস্তায় ফিরলেন বেলিংহাম। ১৭৯ দিন পর গোলে ফেরেন তিনি।
৩৪ মিনিটে ভিনি জুনিয়র গোল করে এগিয়ে দেন রিয়ালকে। ৪২ মিনিটে ব্যবধান বাড়ান বেলিংহাম। দ্বিতীয়ার্ধে গোলসংখ্যা আরও বাড়ায় রিয়াল। ৬১ মিনিটে ভিনিসিয়ান নিজের দ্বিতীয় গোলটি করেন। এর আট মিনিট পর ফের ওসাসুনার জাল কাঁপান ভিনি জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র হ্যাটট্রিক করায় বার্নাব্যুতে ফের আনন্দের আবহ।
এই ম্যাচ জেতার ফলে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের পয়েন্টের ব্যবধান এখন ৬। ১২ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৩। সমসংখ্যক ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ২৭ পয়েন্ট।
