আজকাল ওয়েবডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে পৌঁছল মধ্যপ্রদেশ। সৌজন্যে ভেঙ্কটেশ আইয়ার। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে ভেঙ্কটেশ আইয়ারই দাপট দেখালেন। বল হাতে ২৩ রানে তুলে নেন ২টি উইকেট। সৌরাষ্ট্র করে ৭ উইকেটে ১৭৩ রান।
ব্যাট হাতে নেমে ৩৩ বলে চটজলদি ৩৮ রান করে অপরাজিত থেকে যান কেকেআর-এর এই তারকা ক্রিকেটার। ৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে মধ্যপ্রদেশের রান ছিল ৬২। সেই সময়ে ক্রিজে আসেন আইয়ার। তার পরে শুভ্রাংশু সেনাপতি (২৪), অধিনায়ক রজত পাতিদার (২৮) ও হরপ্রীত সিংয়ের (অপরাজিত ২২) সঙ্গে পার্টনারশিপ গড়েন ভেঙ্কটেশ।
১৯.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মধ্যপ্রদেশ। এই জয়ের ফলে প্রথম দল হিসেবে মধ্যপ্রদেশ পৌঁছে গেল সেমিফাইনালে। ম্যাচের সেরাও হন আইয়ার।
এবারের মেগা নিলামে ২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছে কেকেআর।
গত বছর আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভেঙ্কি। আইপিএল ফাইনালেও অর্ধশতরান করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি।
সেই ভেঙ্কটেশকে এবার রিটেন না করলেও নিলামে তাঁর জন্য ঝাঁপান বেঙ্কি মাইসোররা। বড় বিড হলেও থামেননি। অবেশেষে ২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশকে কেনে কেকেআর।
আইপিএল শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। তার আগেই ভেঙ্গটেশ আইয়ার কিন্তু দেখাচ্ছেন এবারের মেগা টুর্নামেন্টে তিনি নাইট শিবিরের হয়ে নিজের সেরাটাই তুলে ধরবেন।
