আজকাল ওয়েবডেস্ক:‌ ইংরেজদের বিরুদ্ধে তিনটি টি২০ ম্যাচেই দুরন্ত পারফর্ম করেছেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী। তৃতীয় ম্যাচে তো পাঁচ উইকেট নিয়েছেন। যদিও রাজকোট ম্যাচ ভারত হেরে গিয়েছে। তবে র‌্যাঙ্কিংয়ে ২৫ ধাপ উপরে উঠে গিয়েছেন চক্রবর্তী।


টি২০ র‌্যাঙ্কিংয়ে একেবারে ২৫ ধাপ উঠে পাঁচ নম্বরে উঠে এসেছেন তিনি। তালিকার শীর্ষে আছেন ইংরেজ স্পিনার আদিল রশিদ। এদিকে ইংরেজ পেসার জোফ্রা আর্চার ১৩ ধাপ উঠে ছয় নম্বরে উঠে এসেছেন। আর অক্ষর প্যাটেল আছেন ১১ নম্বরে।


আর ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে চলে এসেছেন ভারতের তিলক বর্মা। শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তিন ম্যাচে তিলক করেছেন ১৯, ৭২ ও ১৮।
এদিকে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ৫৯ ধাপ উঠে ৪০ নম্বরে আছেন অভিষেক শর্মা। 


এদিকে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বরেই আছেন বুমরা।