আজকাল ওয়েবডেস্ক: বড় বড় ছক্কা হাঁকানো, সেঞ্চুরি করা এখন জলভাত হয়ে গিয়েছে বৈভব সূর্যবংশীর। 
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও তাঁর ব্যাটের দাপট দেখছেন সবাই। 

এহেন বৈভব সূর্যবংশীকেই গুগল সার্চে বেশি মানুষ খুঁজেছেন। গুগল ট্রেন্ডসের 'ইয়ার ইন সার্চ ২০২৫'–এর তালিকায় ভারতীয়দের মধ্যে সবার উপরে বৈভব। 

আইপিএলে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে খেলতে নেমে ইতিহাস গড়েছিলেন বৈভব। 
২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখনও জন্ম হয়নি তাঁর। ২০১১ সালে তিনি জন্মান। 

মেগা নিলামে তাঁকে ১.১ কোটিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে তিনি সেঞ্চুরি করেন। কনিষ্ঠ
ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরি করে তিনি ছাপিয়ে যান ইউসুফ পাঠানকেও। 

এশিয়া কাপ রাইজিং স্টার্সে ভারতীয় এ দলের হয়ে নেমে ধুন্ধুমার শতরান করেন। বিপক্ষের বোলিংকে রেয়াত করেননি। দোহায় নেমেই বিধ্বংসী মেজাজে ছিলেন। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাত্র ৩২ বলে একশো সম্পূর্ণ করেন। কয়েক মাস ধরে দুর্দান্ত ছন্দে আছেন ক্রিকেটের বিস্ময় বালক। ইতিমধ্যেই তাঁকে জাতীয় দলে নেওয়ার দাবি উঠতে শুরু করেছে। শচীন তেন্ডুলকরের সঙ্গে তুলনা টানা হচ্ছে। মাত্র ১৪ বছর বয়সে দেশের হয়ে খেলার সুযোগ পান মাস্টার ব্লাস্টার। বৈভবের ক্ষেত্রেও তেমনই ভাবা হচ্ছে।

সেই বৈভবকেই গুগল সার্চইঞ্জিনে সবচেয়ে বেশি  মানুষ খুঁজেছেন। গুগল ট্রেন্ডসের এই তালিকায় দ্বিতীয় নামটি প্রিয়াংশ আর্যের। আবার ২০২৫ সালে সার্চ ইঞ্জিনে সব চেয়ে বেশি মানুষ খুঁজেছেন আইপিএলকে।