আজকাল ওয়েবডেস্ক: চলছে ইরানের উপরে ইজরায়েলের বোমা বর্ষণ। প্রচ্ছন্ন ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র মদত দিচ্ছে ইজরায়েলকে।
এই যুদ্ধকালীন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জার্সি উপহার দিলেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
জার্সিতে রোনাল্ডোর সই তো ছিলই। সেই সঙ্গে ছিল শান্তির বার্তাও। স্মারক উপহার পাওয়ার পরে রোনাল্ডোর প্রশংসা করেছেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পকে কানাডার ক্যালগেরি শহরে রোনাল্ডোর সই করা পর্তুগালের জার্সি তুলে দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা।
জার্সিতে একটি বিশেষ বার্তা লেখা, ''ডোনাল্ড ট্রাম্পের জন্য উপহার, শান্তির জন্য খেলছি, সিআর৭।''
এহেন বার্তা শুনে ট্রাম্প বলেন, ''দুর্দান্ত, আমি এটাই পছন্দ করি। শান্তির জন্য খেলা।''
রোনাল্ডোর স্বাক্ষরিত জার্সিটি ট্রাম্পের হাতে তুলে দেওয়ার মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মার্গো মার্টিন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহকারী ও যোগাযোগ উপদেষ্টা।
