আজকাল ওয়েবডেস্ক:‌ দাসুন শনকা আউট ছিলেন?‌ যত নাটক যেন সুপার ওভারে। খেলার নিয়ম বুঝতে গিয়ে মাথার চুল ছিঁড়তে হল সূর্যকুমার যাদবকে। সুপার ওভারে কেন দাসুন শনকাকে আউট দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন ভারত অধিনায়ক।


ভারত–শ্রীলঙ্কা ম্যাচে সুপার ওভারের চতুর্থ বলে ইয়র্কার করেন অর্শদীপ সিং। শ্রীলঙ্কার ব্যাটার শনকা বল মিস করেন। বল যায় উইকেট রক্ষক সঞ্জু স্যামসনের হাতে। কট বিহাইন্ডের আবেদন করেন অর্শদীপ। আম্পায়ার গাজি সোহেল আউট দিয়ে দেন।


ততক্ষণে রান নেওয়ার জন্য শনকা উইকেটের প্রায় উল্টো প্রান্তে চলে আসেন। সঞ্জু সেই সুযোগে বল স্টাম্পে ছুড়ে উইকেট ভেঙে দেন। ভারতীয় দল নিশ্চিত ছিল শনকা হয় কট বিহাইন্ড, নয়তো রান আউট হবেন। এবং সুপার ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার ইনিংস তখনই শেষ হয়ে যাবে।


নাটকের শুরু তার পর। তৃতীয় আম্পায়ার টেলিভিশন রিপ্লে দেখে সিদ্ধান্ত নেন শনকা কট বিহাইন্ড আউট নন। কারণ, বল সত‍্যিই তাঁর ব্যাটে লাগেনি। ফলে কট বিহাইন্ডের আবেদন নাকচ হয়ে যায়।


এরপর ভারতীয় ক্রিকেটারেরা প্রশ্ন তোলেন, শনকা কেন আউট হবেন না? কারণ, তিনি কট বিহাইন্ড না–ই হতে পারেন, কিন্তু তিনি তো পরিষ্কার রান আউট। আম্পায়ার এর পর সূর্যকে ক্রিকেটের আইন বোঝাতে শুরু করেন।


ক্রিকেটের আইন অনুযায়ী, আম্পায়ার কোনও ব্যাটারকে আউট দেওয়ার সঙ্গে সঙ্গে বলটি ডেড বল হয়ে যায়। তখন আর কোনও আউট গণ্য করা হয় না। ফলে শনকাকে আম্পায়ার আউট দেওয়া মাত্র বলটি ডেড হয়ে যায়। এর পর একই সঙ্গে আর কোনও আউট বিবেচিত হবে না। তাই শনকা পরিষ্কার রান আউট হয়েও বেঁচে যান।


এটা বুঝতেই সূর্যের বেশ খানিক্ষণ সময় লাগে।


এদিকে, এশিয়া কাপে ছিল শুক্রবার নিয়মরক্ষার ম্যাচ। ভারত বনাম শ্রীলঙ্কা। সেই ম্যাচই চলে গেল সুপার ওভারে। চরম উত্তেজনার ম্যাচ হয়ে দাঁড়াল। শেষ অবধি জিতল ভারতই। এখনও অবধি এশিয়া কাপে অপ্রতিরোধ্য সূর্য বাহিনী। 


ম্যাচের পর সূর্যকুমার যাদব জানালেন, দলকে তিনি সেমিফাইনালের কথা ভেবে এই ম্যাচ খেলতে বলেছিলেন। কিন্তু তাঁর মনে হচ্ছে ফাইনাল খেলে উঠলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সঞ্চালকের প্রশ্নে হাসতে হাসতে শুরুতেই সূর্য বলেন, ‘‌মনে হচ্ছে ফাইনাল খেলে উঠলাম।’‌ এর পরে জুড়ে দেন, ‘দ্বিতীয় ইনিংসের প্রথমার্ধে গোটা দলের প্রত্যেকে থেকে যে মানসিক দৃঢ়তা দেখিয়েছে তা ভাল লেগেছে। ওদেরকে বলেই দিয়েছিলাম, সেমিফাইনাল ভেবে এই ম্যাচটা খেলতে নামো। সকলে মিলে একসঙ্গে চেষ্টা করো। তার পর দেখা যাবে কী হয়। অবশেষে জিততে পেরে খুবই ভাল লাগছে।’

সুপার ওভারে অর্শদীপ সিংয়ের হাতে বল তুলে দিয়েছিলেন সূর্য। হতাশ করেননি পাঞ্জাবের বোলার। পাঁচ বলে মাত্র দু’‌রান দিয়েছেন। দু’টি উইকেটও তুলে নিয়েছেন। সতীর্থকে প্রশংসায় ভরিয়ে দেন ভারতের অধিনায়ক। সূর্যকুমার বলেছেন, ‘এর আগে বহুবার অর্শদীপ এই পরিস্থিতিতে খেলেছে এবং দলকে জিতিয়েছে। আমি ওকে বলেছিলাম নিজের পরিকল্পনায় ভরসা রাখো। অন্য কোনও ব্যাপারে চিন্তা কোরো না। আমরা ফাইনালে উঠে গিয়েছি। কিন্তু তোমার কাছে যা পরিকল্পনা আছে সেটা সফল ভাবে কাজে লাগাও। এর আগেও ওকে দেখেছি পরিকল্পনা দুর্দান্ত ভাবে কাজে লাগিয়ে ভারতের হয়ে এবং আইপিএল দলের হয়ে ভাল খেলতে। শুক্রবারও সেটাই করল। ওর আত্মবিশ্বাসই বলে দিচ্ছে কতটা ভাল খেলেছে। শেষ ওভারে ওর হাতে বল তুলে দেওয়ার ব্যাপারে একটুও ভাবতে হয়নি।’