আজকাল ওয়েবডেস্ক: নতুন মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের ড্র হয়ে গেল। আর গ্রুপ লিগের ড্র-তেই একাধিক বড় ম্যাচের সাক্ষী থাকতে চলেছে ফুটবলবিশ্ব। বিশেষ করে লা লিগার দুই ফুটবল জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের গ্রুপ স্টেজের প্রতিপক্ষদের তালিকা রীতিমত চমকে যাওয়ার মতো। বিশেষ করে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ২০২৫-২৬ মরশুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শক্ত প্রতিপক্ষদের মুখোমুখি হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার মোনাকোর গ্রিমাল্ডি ফোরামে অনুষ্ঠিত ড্রতে কাতালান ক্লাবের গ্রুপে জুটেছে ইংলিশ ক্লাব চেলসি ও বর্তমান শিরোপাধারী প্যারিস সেন্ট জার্মান (পিএসজি)। গত মরশুমে ইন্টার মিলানকে হারিয়ে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছিল ফ্রান্সের জায়ান্টরা।

ড্র অনুযায়ী, লিগ পর্বে বার্সেলোনাকে মুখোমুখি হতে হবে পিএসজি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুজ, স্লাভিয়া প্রাহা, এফসি কোপেনহেগেন, নিউক্যাসল ইউনাইটেড এবং অলিম্পিয়াকোসের মতো প্রতিপক্ষের। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষদের তালিকা আরও কঠিন। গ্রুপ স্টেজে আট ম্যাচের নির্ধারিত সূচি অনুযায়ী রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে খেলবে ম্যাঞ্চেস্টার সিটি, জুভেন্টাস, মার্সেই ও মোনাকোর বিপক্ষে। অন্যদিকে ঘরের বাইরে তাদের খেলতে হবে লিভারপুল, বেনফিকা, অলিম্পিয়াকোস এবং কাইরাত আলমাটির বিরুদ্ধে। উল্লেখ্য, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬ মরশুমে নতুন ফরম্যাট অনুযায়ী ড্র অনুষ্ঠিত হয়েছে। এবার ৩৬টি দল অংশ নিচ্ছে, আর প্রতিটি দলকে লিগ পর্বে মোট আটটি ম্যাচ খেলতে হবে। ড্রয়ের নিয়ম অনুযায়ী, দলগুলো চারটি ভিন্ন পটে ভাগ করা হয় এবং প্রতিটি দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পায়।

একই দেশের দুটি দল সরাসরি একে অপরের বিপক্ষে খেলতে পারবে না, আবার কোনও ক্লাব সর্বোচ্চ দুইবার একই দেশের দলের মুখোমুখি হতে পারবে। এই নিয়মের ফলে প্রতিটি দল ভিন্ন ভিন্ন লিগের শক্তিশালী ক্লাবের বিরুদ্ধে খেলার সুযোগ পায়, যা প্রতিযোগিতাকে আরও রোমাঞ্চকর করে তোলে। চ্যাম্পিয়ন্স লিগের এই নতুন ড্রয়ের ফরম্যাটে পুরনো গ্রুপ স্টেজের পরিবর্তে লিগ টেবিল ব্যবস্থা চালু হয়েছে। অর্থাৎ, প্রতিটি দল আটটি ম্যাচ খেলে একটি লিগ টেবিলে অবস্থান করবে। প্রতিটি জয়ে দল পাবে তিন পয়েন্ট, ড্র করলে এক পয়েন্ট এবং হারলে কোনও পয়েন্ট থাকবে না। লিগ পর্ব শেষে শীর্ষ আট দল সরাসরি নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফ রাউন্ডে মুখোমুখি হবে, সেখান থেকে আটটি দল নকআউটে যাবে। এভাবে প্রতিটি ম্যাচের গুরুত্ব বেড়ে গেছে, কারণ প্রতিটি ফলাফল সরাসরি যোগ্যতা ও ব়্যাঙ্কিং প্রভাবিত করবে।