আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে বিদেশি ক্রিকেটারদের ধরে রাখতে এবার ভীষণ কড়া পদক্ষেপ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। নিলামে দল পাওয়ার পরে কোনও বিদেশি ক্রিকেটার যদি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন, তাহলে কড়া শাস্তি অপেক্ষা করে রয়েছে তার জন্য। 

সংশ্লিষ্ট ক্রিকেটারের উপরে দু' বছরের নিষেধাজ্ঞা নেমে আসতে পারে। একান্ত ভাবেই যদি কোনও ক্রিকেটার মেগা টুর্নামেন্টে নামতে না পারেন, তাহলে বৈধ ও যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করলে শাস্তি এড়াতে পারবেন সেই ক্রিকেটার। 

এই কড়া নিয়ম চালু করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধেই। অতীতে দেখা গিয়েছে, নিলামে দল পাওয়ার পরেও সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেননি বিদেশি ক্রিকেটার। এর ফলে ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা ধাক্কা খেয়েছে। বিকল্প হিসেবে কোও ক্রিকেটারকে পাওয়া যায়নি। তার প্রভাব পড়েছে খেলার মাঠে। 

এমন পরিস্থিতির মুখোমুখি যাতে আর হতে না হয়, সেই কারণে আইপিএল গভর্নিং কাউন্সিলকে জুলাই মাসে অনুরোধ করেছিল সবক'টি ফ্র্যাঞ্চাইজিই। তাদের আবেদন এবার মেনে নিয়েছে বিসিসিআই।এখানেই শেষ নয়। বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে।

গতবার মিনি নিলামে সাড়ে ২০.৫০ কোটি টাকার বিনিময়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাঁকে পিছনে ফেলে স্বদেশীয় মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ টাকায় দলে নেয় কেকেআর। 

আকাশছোঁয়া সেই দরে বিস্মিত হয়ে যান অনেকেই। তবে এবার থেকে আকাশচুম্বী সেই অর্থ পাবেন না বিদেশি ক্রিকেটাররা। আনা হয়েছে নতুন নিয়ম।