আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ নিযুক্ত হয়েছেন কার্লো অ্যানচেলোত্তি। ২৬ মে থেকে ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব নেবেন তিনি।
রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ অবধি চুক্তি ছিল তাঁর। কিন্তু এই মরসুমটা প্রত্যাশা অনুযায়ী না যাওয়ায় অ্যানচেলোত্তিকে আর রাখেনি রিয়াল। আর ব্রাজিল দীর্ঘদিন ধরেই এই ইতালিয়ান কোচের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল। অবশেষে সব চূড়ান্ত হল।
আগামী বছর রয়েছে বিশ্বকাপ। অ্যানচেলোত্তির প্রথম কাজটা হবে লাতিন আমেরিকা যোগ্যতাঅর্জন পর্বে দলকে উত্তীর্ণ করে বিশ্বকাপে নিয়ে যাওয়া।
পাঁচ বার ব্যালন ডি’অর জিতেছেন অ্যানচেলোত্তি। ব্রাজিলে কতটা সফল হবেন তিনি? তবে সফল হওয়ার যথেষ্ট কারণ আছে। তার মধ্যে অন্যতম অ্যানচেলোত্তি ঠান্ডা মাথার মানুষ। আর সেকারণেই অন্যতম সফল কোচ তিনি। তাছাড়া ইউরোপের বড় বড় ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তাঁর। সবাই তাঁকে সমীহ করেন। শ্রদ্ধাও করেন যথেষ্ট। ভীষণ ট্যাকটিকাল কোচ।
দ্বিতীয় কারণ অবশ্যই দৃঢ় সম্পর্ক। ফুটবলারদের সঙ্গে খুব ভাল সম্পর্ক তাঁর। কোনও ফুটবলারের সঙ্গে আজ অবধি বিরোধে জড়াননি।
তৃতীয়ত ব্যক্তিগত চ্যালেঞ্জ নিতে ভালবাসেন অ্যানচেলোত্তি। তিনিই একমাত্র কোচ যিনি ইউরোপের পাঁচটি বড় লিগের সবকটিই জিতেছেন। আন্তর্জাতিক ফুটবলে জ্ঞান অসাধারণ।
