আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ঘন্টাখানেকের অপেক্ষা। তারপরই ৫৭৭ জন ক্রিকেটারকে নিয়ে ঝড় উঠবে নিলামের টেবিলে। আইপিএলের ইতিহাসে মিচেল স্টার্ক সবচেয়ে দামি প্লেয়ার ছিল। কিন্তু এবার সেই অঙ্ক ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার, নিলামের প্রথম দিন দর ২৫ কোটি ছাড়িয়ে যেতে পারে। ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলের জন্য আকাশছোঁয়া দর উঠতে পারে। মার্কি প্লেয়ারের দুটো সেট রয়েছে। প্রথম তালিকায় রয়েছেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার এবং অর্শদীপ সিং। প্রথম দিনের শুরুতেই ভারতীয় দলের তিন তারকা নিলামে উঠবে। দ্বিতীয় সেটে রয়েছেন কেএল রাহুল, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সামি এবং মহম্মদ সিরাজ। ১২ জন মার্কি প্লেয়ারের মধ্যে সাতজনই ভারতীয়। 

ভারতীয় ক্রিকেটাররা ছাড়াও মার্কি প্লেয়ারের প্রথম সেটে আছেন জস বাটলার, কাগিসো রাবাডা এবং মিচেল স্টার্ক। দ্বিতীয় সেটে বিদেশিদের মধ্যে রয়েছেন লিয়াম লিভিংস্টোন এবং ডেভিড মিলার। আইপিএলের নিলামের ওঠার কথা ছিল ৫৭৪ জন প্লেয়ারের। পরে আরও তিনজন প্লেয়ারের নাম সংযোজন হয়। এই তালিকায় আছেন ইংল্যান্ডের জোফ্রা আর্চার, মার্কিন যুক্তরাষ্ট্রের পেসার সৌরভ নেত্রাভালকর এবং মুম্বইয়ের উইকেট কিপার হার্দিক তামোরে। রবিবার শুরুতেই ঋষভ পন্থকে নিয়ে ঝড় উঠবে। দৌড়ে সবার আগে নাম রয়েছে পাঞ্জাব কিংসের। প্রথমত, পার্সে সবচেয়ে বেশি টাকা রয়েছে পাঞ্জাবের। দ্বিতীয়ত, তাঁদের কোচ পন্টিং। দিল্লিতে থাকাকালীন পন্থের সঙ্গে ভাল সম্পর্ক ছিল। তাই ভারতীয় উইকেটকিপার ব্যাটারকে পেতে ঝাঁপাবে পাঞ্জাব। লড়াইয়ে থাকতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। দীনেশ কার্তিকের অবসরের পর তাঁদের একজন উইকেটকিপার ব্যাটার দরকার। তাছাড়াও অধিনায়কের সন্ধানে আরসিবি। সেক্ষেত্রে পন্থ আদর্শ হবে। তবে কেএল রাহুলের দিকেও হাত বাড়াতে পারে বেঙ্গালুরু। আগে আরসিবিতে খেলেছেন। তারওপর ঘরের ছেলে। তাই এই দৌড়ে পন্থকে ছাপিয়ে যেতে পারেন রাহুল।