আজকাল ওয়েবডেস্ক: শাস্তির মুখে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন সামি। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিজটাউন টেস্টে টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করায় তাঁর উপরে নেমে এল শাস্তির খাঁড়া। 

ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সঙ্গে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।

টেস্টের দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার আম্পায়ার হোল্ডস্টকের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন সামি। 

প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা জানান, ইংল্যান্র বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হোল্ডস্টকের আম্পায়ারিং নিয়ে তিনি সন্দিহান ছিলেন। 

দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন সামি। একটি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজের এলবিডব্লুর সিদ্ধান্ত, অন্যটি শাই হোপের ক্যাচ। 

প্রকাশ্যেই আম্পায়ারকে নিয়ে প্রশ্ন তোলেন। সেই ঘটনায় তাঁর উপরে নেমে এসেছে শাস্তির খাঁড়া।