আজকাল ওয়েবডেস্ক: ভারতে এসে ঘরের মাঠে ভারতকে হারাতে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের পরামর্শ নিয়েছেন টেম্বা বাভুমা।

ইডেনে প্রথম টেস্ট শুরুর আগে এই রহস্য ফাঁস করলেন তিনি। তবে কিউয়ে অধিনায়ক তাঁকে কী শলাপরামর্শ দিয়েছেন তার পুরোটা খোলসা করে বলেলনি টেম্বা।

ভারতের মাটিতে এসে নিউজিল্যান্ড ৩-০-এ হারিয়ে গিয়েছে গৌতম গম্ভীরের দলকে। তখন রোহিত শর্মার হাতে ছিল দলের রিমোট কন্ট্রোল। কিন্তু রোহিত ও বিরাট কোহলি যে টেস্ট ফরম্যাট থেকে সরে গিয়েছেন এখন।

শুভমান গিল নতুন অধিনায়ক। অপেক্ষাকৃত তরুণ দল ভারতের। এই দল নিয়েই ইংল্যান্ডের মাটিতে সিরিজে সমতা ফিরিয়েছে তারা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে মাটি ধরিয়েছে।

এবার সামনে টেস্টের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। বাভুমা সাহায্য চেয়েছিলেন কেন উইলিয়ামসনের কাছ থেকে। সেকথা তিনি জানান সাংবাদিক বৈঠকে।

হাসতে হাসতে বাভুমা বলেন, ‘ও আমাদের তথ্য সাহায্য করত। ওই আমাদের অ্যানালিসিস গাই। কয়েক মাস আগে ভারতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন উইলিয়ামসনের সঙ্গে দেখা হয়েছিল আমার। কয়েকটা বিষয় আমি জানতে চেয়েছিলাম। সব ব্যাপার খুল্লমখুল্লা জানায়নি আমাকে। কিন্তু আমাকে বলেছিল, দেখো যাতে টসটা জিততে পারো। ফলে আমি আমার টস করার দক্ষতায় শান দিচ্ছিলাম।’

বাভুমার হাসি অবশ্য তাঁর বক্তব্যের তীব্রতাকে ঢাকা দিতে পারেনি। এই সিরিজ আর পাঁচটা সিরিজের মতো নয়। ভারতের মাটিতে এসে সিরিজ জিতলে একটা বার্তা পৌঁছনো যাবে।

বাভুমা জানেন এই সিরিজ কঠিন। ভারতের মাটিতে সিরিজ জেতা সহজ নয়। অতীত সফরের ব্যর্থতার দাগগুলো এখনও স্পষ্ট। তিনি অবশ্য জানেন পুরস্কারও।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলছেন, ‘ভারতকে ২-০ হারানো নাকি বিশ্বটেস্ট চ্যাম্পিয়ন হওয়া? কোনটা লক্ষ্য হওয়া উচিত? অবশ্যই ডব্লিউটিসি জেতা। অন্য জয় এর ধারেপাশে আসে না। দ্বিতীয় ব্যাপার হল, ভারতের বিরুদ্ধে জয় অবশ্যই আমাদের লক্ষ্য। দীর্ঘ সময় চলে গিয়েছে আমরা ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারিনি। দু'সপ্তাহে আমরা সেই চেষ্টা করব।’

ভারতের মাটিতে এসে লড়াই করা কতটা কঠিন তা জানা বাভুমার। তিনি বলছেন, ‘ভারতে এসে খেলাটা খুবই কঠিন ব্যাপার। যে চ্যালেঞ্জ আসবে সেটাও আমাদের জানা।’

বাভুমার দলের অনেকেই ভারতে এসে হারের যন্ত্রণা অনুভব করেছে। ফলে ভারত সফর কতটা কঠিন হতে পারে সেটা তাঁদের জানা।

তবে দু'দলেই রয়েছেন ভাল ক্রিকেটার, অনভিজ্ঞতা হয়তো রয়েছে, তবে সেরাটা তুলে ধরার জন্য দুই দলের ক্রিকেটারই নিজেদের নিংড়ে দিতে প্রস্তুত বলে জানান বাভুমা।