আজকাল ওয়েবডেস্ক:‌ খুনের হুমকি পেলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। পহেলগাঁও হামলার পরেই গম্ভীরকে হুমকি মেল পাঠিয়েছে ‘‌আইসিস কাশ্মীর’‌ সংগঠন। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন গম্ভীর। তাঁর ও পরিবারের জন্য নিরাপত্তা চেয়েছেন। জানা গেছে, যে মেলে গম্ভীরকে হুমকি দেখা হয়েছে তাতে লেখা ছিল ‘‌তোমাকে মেরে ফেলব।’‌


বিজেপির প্রাক্তন সাংসদ ও টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের দাবি, আইসিস কাশ্মীর নামের এক সংগঠনের তরফে গত মঙ্গলবার ইমেল পাঠিয়ে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। তিনি ২২ এপ্রিল মোট দুটি ইমেল পেয়েছেন। একটি দুপুরে ও একটি সন্ধেয়। দুটি ইমেলেই লেখা ‘আই কিল ইউ।’ অর্থাৎ আমি তোমাকে হত্যা করব। ইতিমধ্যেই ওই ইমেলের কপি দিল্লি পুলিশের কাছে জমা দিয়েছেন গম্ভীর। পুলিশের কাছে নিজের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন গম্ভীর। দিল্লি পুলিশ এই হুমকি মেলকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। এটা ঘটনা, ভারতীয় দলের হেড কোচ হওয়ার পাশাপাশি গম্ভীরের একটি রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তিনি প্রাক্তন বিজেপি সাংসদ এবং বর্তমানে বিজেপির সদস্য। ফলে বিষয়টিকে মোটেও হালকাভাবে দেখছে না পুলিশ।


যদিও এর আগেও হুমকি ইমেল পেয়েছেন গম্ভীর। ২০২১ সালের নভেম্বরেও একইরকম হুমকি মেল পেয়েছিলেন গম্ভীর। তখন তিনি ছিলেন বিজেপি সাংসদ।

 
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর পরিবার নিয়ে ফ্রান্সে ছুটি কাটাতে গিয়েছিলেন গম্ভীর। সম্প্রতি দেশে ফিরেছেন। আর তারপরই পেলেন হুমকি ইমেল। কোথা থেকে ওই ইমেল এসেছে, কারা তা পাঠিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।