আজকাল ওয়েবডেস্ক: নিয়মরক্ষার শ্রীলঙ্কা ম্যাচ জিতলেই বোলিং চিন্তা বাড়িয়েছে টিম ইন্ডিয়ার। তার উপর চোট পেয়ে গিয়েছেন হার্দিক পাণ্ডিয়া ও অভিষেক শর্মা। যা নিয়ে ফাইনালের আগে উদ্বেগ ভারতীয় শিবিরে। দুই ক্রিকেটার ছাড়াও ভারতীয় শিবিরের চিন্তা বাড়িয়েছে বোলিং। ফাইনালের আগে ভারতীয় শিবির স্বীকারই করে নিল, তারা অপরাজিত থাকলেও নিখুঁত ক্রিকেট খেলতে পারেনি।
শ্রীলঙ্কার ব্যাটাররা শুক্রবার অর্শদীপ সিং, হর্ষিত রানাদের নিয়ে এক রকম ছেলেখেলা করেছেন। বিশেষ সুবিধা করতে পারেননি স্পিনাররাও। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলও বিষয়টি মেনে নিয়েছেন। ফাইনালের আগে বিষয়টিকে তিনি সতর্কবার্তা হিসাবেই দেখছেন। ভারতীয় দলের বোলিং কোচ বলেছেন, ‘প্রতিযোগিতায় আমরা এখনও নিখুঁত ম্যাচ খেলতে পারিনি। কিছু না কিছু সমস্যা হচ্ছেই। প্রতিটি ম্যাচের পর আমরা আলোচনা করেছি। কোন কোন ব্যাপারে উন্নতি প্রয়োজন, তা নিয়ে নিজেরা কথা বলেছি। ব্যাটিংয়ের ক্ষেত্রে বলব, আমরা রান তোলার গতি বজায় রাখতে পারছি। এখানকার পিচগুলো বেশ ধীর গতির। তাই খুচরো রান নেওয়ার উপর জোর দিচ্ছি আমরা। জুটি তৈরির চেষ্টা করছি। বোলিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। লেংথ আরও ভাল করতে হবে। বল ঠিক জায়গায় রাখা দরকার। প্রথম ১০ ওভার বোলিংয়ের ক্ষেত্রেও আমাদের সিদ্ধান্ত ঠিক হচ্ছে না। বোলিংয়ে আরও বৈচিত্র্য দরকার। মাঝের ওভারগুলোয় আরও বেশি ইয়র্কার করতে হবে।’
মর্কেল মেনে নিয়েছেন, ভারতীয় শিবিরের অন্যতম প্রধান উদ্বেগ ফিল্ডিং ঘিরে। তিনি বলেছেন, ‘ফিল্ডিং নিয়ে প্রচুর পরিশ্রম করছি আমরা। বিশেষত স্টেডিয়ামের আলোয় ক্যাচ ধরার ব্যাপারে। তবে আমার মনে হয়, পুরো ব্যাপারটাই আত্মবিশ্বাসের সমস্যা। ক্রিকেটের সব বিভাগেই আমাদের আরও উন্নতি প্রয়োজন। তার উপরই নির্ভর করবে প্রতিযোগিতাটা আমরা কেমন ভাবে শেষ করব। মাথায় রাখছি, আমাদের আসল কাজটাই এখনও বাকি।’
এদিকে দুই ক্রিকেটারের চোট নিয়েও মুখ খুলেছেন মর্কেল। বলেছেন, ‘দু’জনেই ক্র্যাম্পের সমস্যায় ভুগছে। হার্দিককে নিয়ে আমরা শুক্রবার ও শনিবার ওঁর পরিস্থিতি বুঝব। তারপর ওকে ফাইনালে খেলানো নিয়ে সিদ্ধান্ত। তবে অভিষেক ঠিক আছে।’ অর্থাৎ হার্দিক আদৌ রবিবার খেলবেন কিনা নিশ্চিত নন ভারতীয় দলের কোচ।
মর্কেল সাফ জানিয়েছেন, ক্রিকেটারদের বিশ্রাম প্রয়োজন। শনিবার ভারতীয় দলের অনুশীলনও বাতিল করা হয়েছে। রাখা হয়েছে ঐচ্ছিক পুল সেশন। ক্রিকেটাররা যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন, সেটা নিশ্চিত করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
এদিকে, এশিয়া কাপ ফাইনালের আগে ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তান কোচ মাইক হেসন। তিনি বলেছেন, ‘এই টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটায় আমরা অনেক উন্নতি করেছিলাম। অন্তত প্রথম ম্যাচের তুলনায়। প্রথম ম্যাচে আমরাই ভারতকে ম্যাচ নিয়ন্ত্রণ করার সুযোগ করে দিয়েছিলাম।’ এরপরই হেসনের সংযোজন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা যথেষ্ট ভাল খেলেছি। কিন্তু অভিষেক শর্মার ইনিংসটাই আমাদের হারিয়ে দেয়। আর এবার ফের একবার সুযোগ এসেছে। ফাইনাল জেতার ক্ষমতা রাখি আমরা।’
দলের ক্রিকেটারদের জন্য বার্তাও দিয়েছেন হেসন। বলেছেন, ‘খেলায় ফোকাস রাখো। ফাইনালে শুরু থেকেই ভারতকে চাপে রাখার চেষ্টা করো। চাপের ম্যাচে চাপটা রাখতেই হবে।’ তিনি আরও বলেছেন, ‘ক্রিকেটারদের সেই যোগ্যতা আছে। ভারত অন্যতম সেরা দল। ওদেরকে চাপে রাখাটাই হবে আমাদের চ্যালেঞ্জ।’
