আজকাল ওয়েবডেস্ক: আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়াবেফেব্রুয়ারিচলবেমার্চ পর্যন্তভারতশ্রীলঙ্কা এই টুর্নামেন্ট যুগ্ম ভাবে আয়োজন করছেসাতটি ভেন্যুতে হবে বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল। চারটি গ্রুপে ভাগ করা হবে দলগুলিকে। প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দলফাইনাল হবে আহমেদাবাদ বা কলম্বোয়ফাইনালের ভেন্যু নির্ভর করছে পাকিস্তানের উপর। পাকিস্তান ফাইনালে উঠলে কলম্বোয় হবে ফাইনাল ম্যাচ। অন্যথায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসবে ফাইনালের আসর।

২০টির মধ্যে ১৫টি দল বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে। সেগুলো হল, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস এবং ইতালি। আরও পাঁচটি দল ছাড়পত্র পাবে। দুটি দল আসবে আপ্রিকা থেকে। বাকি তিনটি এশিয়া-ইস্ট এশিয়া প্যাসিপিক কোয়ালিফায়ারের মাধ্যমে। 

আরও পড়ুন: বন্ধুর বিরুদ্ধে মাঠে নামবেন শুভমান, কে তিনি?‌

এদিকে আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে তা। এশিয়া কাপের প্রথম ম্যাচে নামবে আফগানিস্তান ও হংকং। এদিকে সূত্রের খবর, গতবারের তুলনায় এবার এশিয়া কাপের পুরস্কারমূল্য প্রায় দ্বিগুণ হতে চলেছে। তবে সরকারিভাবে এই নিয়ে কিছু ঘোষণা করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (‌এসিসি)‌।

এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট আটটি দল। গ্রুপ এ’তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান। গ্রুপ বি’তে রাখা হয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকংকে। রাউন্ড রবিন ফরম্যাটে খেলার পর দু’টি গ্রুপ থেকে মোট চারটি দল উঠবে সুপার ফোর পর্বে। সেখানেও রাউন্ড রবিন পর্বের শেষে দুই দল ফাইনালে চলে যাবে। এশিয়া কাপের খেতাবি লড়াই হবে ২৮ সেপ্টেম্বর। টুর্নামেন্টের সব ম্যাচ দেখা যাবে সোনি টেন স্পোর্টসে। সোনি লিভ অ্যাপেও সরাসরি সম্প্রচার হবে।

গতবারের এশিয়া কাপের তুলনায় এবারের পুরস্কারমূল্য প্রায় দ্বিগুণ করতে চলেছে এসিসি। এবারের চ্যাম্পিয়নরা পাবে ৩ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২.৬ কোটি টাকা। ২০২৩ সালের চ্যাম্পিয়ন ভারত পেয়েছিল ১.২৫ কোটি টাকা। এবারের রানার্সরা পাবে ১.৫ লক্ষ ডলার অর্থাৎ ১.৩ কোটি টাকা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে ১২.৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও জানা গিয়েছে। তবে এখনও পুরস্কারমূল্য ইস্যুতে এসিসির তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কারণে এবার এশিয়া কাপ হচ্ছে আরব আমিরশাহিতে। 

এশিয়া কাপের বল গড়াচ্ছে আজ ৯ সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

৯ সেপ্টেম্বর হংকং-আফগানিস্তান ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ নামছে হংকংয়ের বিরুদ্ধে। পাকিস্তান প্রথম নামছে ১২ তারিখ। পাকিস্তানের প্রতিপক্ষ ওমান।

আরও পড়ুন: আকস্মিকভাবেই ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্কছিন্ন হয়েছিল, সেই তারকা সই করলেন নতুন ক্লাবে ...