আজকাল ওয়েবডেস্ক: কল্যাণ চৌবেই থাকছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি। মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত। সুপ্রিম কোর্টের এই নির্দেশে স্বস্তিতে ভারতীয় ফুটবল ফেডারেশন। শীর্ষ আদালত জানিয়েছে, ফেডারেশনের দায়িত্বে থাকবেন কল্যাণ চৌবে এবং তাঁর কমিটিই। এখনই নির্বাচনের কোনও প্রয়োজন নেই। একই সঙ্গে বলা হয়েছে, চার সপ্তাহের মধ্যে বৈঠক ডেকে ফেডারেশনকে নতুন সংবিধান কার্যকর করতে হবে।
এটা ঘটনা, মামলার কারণে ফেডারেশনে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, সুপ্রিম কোর্টের রায়ের ফলে মিটবে বলে মনে করা হচ্ছে। এতে সম্ভবত ফিফার শাস্তিও এড়াতে পারবে ভারতীয় ফুটবল। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ফেডারেশনের বর্তমান কমিটিই ২০২৬ পর্যন্ত দায়িত্বে থাকবে। তার আগে নির্বাচনের প্রয়োজন নেই। ফিফা এবং এএফসি জানিয়েছিল, ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান তৈরি করতে না পারলে ভারতীয় ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করা হবে। সুপ্রিম কোর্টের রায়ের পর তার আগেই নতুন সংবিধান কার্যকর করতে হবে ফেডারেশন সভাপতিকে। ফলে ফিফার শাস্তি এড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে।
আরও পড়ুন: আফগান ম্যাচ জয়ের পরেই এল দুঃসংবাদ, বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরলেন শ্রীলঙ্কার এই স্পিনার...
২০১৭ সালে ফেডারেশনের নতুন সংবিধান তৈরির কাজ শুরু হয়। ২০২২ সালে তার খসড়া জমা দেওয়া হয় সুপ্রিম কোর্টে। তা নিয়েই বার বার সমস্যা তৈরি হচ্ছিল। বিচারপতিদের নির্দেশ, সংশোধনের যে নির্দেশগুলি দেওয়া হয়েছে, সেগুলি মেনেই নতুন সংবিধান কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্টের রায়ের ফলে ফেডারেশনের সব কমিটি সিদ্ধান্ত নিতে পারবে। ফেডারেশন অন্য কোনও সংস্থার সঙ্গে প্রয়োজনীয় চুক্তিও করতে পারবে। ফলে আইএসএল নিয়েও দীর্ঘমেয়াদী চুক্তি বা পরিকল্পনা করতে পারবেন কল্যাণ।
এটা ঘটনা, ফেডারেশনের সংবিধান নিয়ে ২০১৭ সাল থেকে মামলা চলছে। এর আগে অন্তর্বর্তী রায়ে শীর্ষ আদালত জানিয়েছিল, যতদিন না মামলার চূড়ান্ত রায়দান হচ্ছে ততদিন ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটি কোনও সিদ্ধান্ত নেবে না। তবে শুক্রবার চূড়ান্ত রায়ে জানিয়ে দেওয়া হল, কল্যাণ চৌবের নেতৃত্বে বর্তমান কার্যকরী কমিটিই মেয়াদ শেষ পর্যন্ত ফেডারেশনের কার্যভার সামলাবে।
সংবিধান নিয়ে শীর্ষ আদালতের বিচারপতি নরসিমা এবং এ এস চন্দুরকরের বক্তব্য, যত দ্রুত সম্ভব কার্যকরী কমিটির বৈঠক ডেকে সংবিধান কার্যকর করতে হবে। আর ওই সংবিধানে সুপ্রিম কোর্ট যে যে সংশোধনের কথা বলেছে, সেগুলিও গ্রহণ করতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ, সম্ভব হলে চার সপ্তাহের মধ্যেই সংশোধনী–সহ নতুন সংবিধান কার্যকর হোক।
সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে আপাতত ভারতীয় ফুটবলের জটিলতা কাটছে। শীর্ষ আদালতের এই রায়ের অর্থ, ফেডারেশনের বর্তমান কমিটিই এবার থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবে। যার ফলে নতুন কোনও সংস্থার সঙ্গে চুক্তি করতে আর বাঁধা রইল না ভারতীয় ফুটবল ফেডারেশনের। তাছাড়া ফেডারেশনের নতুন সংবিধান অক্টোবরের মধ্যে গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে ফিফা। সেই নির্দেশ না মানলে ফের ফেডারেশনকে সাসপেন্ড করা হতে পারে। এতদিন সুপ্রিম কোর্টে মামলা থাকায় সংবিধান নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিল না ফেডারেশন। এবার সেই সমস্যাও মিটতে চলেছে।
