আজকাল ওয়েবডেস্ক: মাঝে মাত্র একটি দিন। বুধবার থেকে শুরু হয়ে যাবে কলকাতা লিগ। নৈহাটি স্টেডিয়ামে জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে আইএফএ। বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠান শুরু। পারফর্ম করবে সম্ভলপুরের ড্রামাররা। গান গাইবেন পৌষালী ব্যানার্জি। এছাড়াও থাকছে লেজার শো। সন্ধে‌ ৭.১৫ মিনিট থেকে শুরু ম্যাচ। সোমবার মধ্য কলকাতার একটি বিলাসবহুল হোটেলে কলকাতা লিগের ম্যাসকটের উন্মোচন হয়। প্রকাশিত হয় পিকে ব্যানার্জির নামাঙ্কিত বিশেষ পোস্টাল স্ট্যাম্প। আইএফএর এই অভিনব উদ্যোগের প্রশংসা করেন ক্রীড়ামন্ত্রী। তবে লিগের উন্নতিতে বাংলার ফুটবল নিয়ামক সংস্থাকে কয়েকটি পরামর্শও দেন। 

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অনুরোধে পাঁচ থেকে বাড়িয়ে ভূমিপুত্রের সংখ্যা ছয় করা হয়েছে। ভবিষ্যতে সেই সংখ্যা আরও বাড়ানোর প্রস্তাব দেন ক্রীড়ামন্ত্রী। অরূপ বিশ্বাস বলেন, 'আইএফএ কলকাতা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস শুরু করেছে। সাধ্যমতো চেষ্টা করছে। বাংলার ছেলেদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমার অনুরোধে ভূমিপুত্রের সংখ্যা পাঁচ থেকে ছয় করা হয়েছে। আগামী বছর আরও বাড়বে। আমি চাই কলকাতা লিগ শুধুমাত্র বাংলার ছেলেদের নিয়ে হোক।'

প্রতিবার কলকাতা লিগে রেফারিং নিয়ে বিতর্ক হয়। এবার রেফারির মান উন্নয়নের দাবি করেন ক্রীড়ামন্ত্রী। প্রয়োজনে রেফারি অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পরামর্শ দেন। অরূপ বিশ্বাস বলেন, 'রেফারির মান উন্নত করতে হবে। কর্মকর্তারা কিভাবে দল করে, সেটা যারা মাঠে থাকে জানে। অনেকে স্ত্রীর গয়না বিক্রি করে ক্লাব চালায়। তাই রেফারির মান বাড়াতেই হবে। বড় দলের সঙ্গে ছোট দলের লড়াই হলে মনে হয় ১১ জনের সঙ্গে ১৪ জন খেলছে। সিআরএর সঙ্গে বসে আলোচনা করতে হবে।' এই দুটো দাবির পাশাপাশি, আরও একটি পরামর্শ দেন ক্রীড়ামন্ত্রী। কলকাতা লিগ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার আর্জি জানান অরূপ বিশ্বাস। একই দাবি জানান দমকল মন্ত্রী সুজিত বসুও। তিনি বলেন, 'কলকাতা লিগ নির্দিষ্ট সময় শুরু এবং শেষ হওয়া উচিত। অনন্তকাল ধরে চলতে পারে না।' এবার কলকাতা লিগের ১৬২টি ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। 

ছবি: অভিষেক চক্রবর্তী