আজকাল ওয়েবডেস্ক: একসময় আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেই জায়গা থেকে বাইশ গজে ফেরা। নিজের সেই গল্প শোনালেন দক্ষিণ আফ্রিকার ওপেনার তাজমিন ব্রিটজ। গাড়ি দুর্ঘটনার পর আবার ক্রিকেটে ফেরা তাঁর জন্য মোটেই সহজ ছিল না। একটা সময় তাঁর জীবন সম্পূর্ণ দিশাহীন হয়ে গিয়েছিল। কিন্তু লড়াইয়ের পর আবার স্বাভাবিক জীবনে ফেরেন। ব্রিটজ বলেন, 'লড়াইটা মোটেই সহজ ছিল না। আমি বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি। আমার মনে সেই ভাবনা ঘুরছিল। আমি একাধিকবার চেষ্টাও করি। তবে বাবা-মা আমার পাশে ছিল। বিশেষ করে আমার মা। আমার মন ঠিক করার জন্য আমাকে সাহায্য নিতে হয়েছে। তবে সেটা মোটেই সহজ ছিল না।' 

মানসিক অবসাদে‌ ভুগছিলেন তিনি। সেখান থেকে ঘুরে যায় জীবন। আবার ফিরলেন প্রথম সারির ক্রিকেটে। কীভাবে ঘটল এই প্রত্যাবর্তন? একদিন বিকেলে একটি পানশালায় বসেছিলেন তিনি। সেখানেই ঘটে যায় জীবনের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত। ব্রিটজ বলেন, 'একজন মহিলা ক্রিকেটারদের খোঁজে এসেছিলেন। তিনি নর্থ ওয়েস্টের কোচ। আমার বন্ধুরা তাঁকে বলে, আমি ক্রিকেট খেলতাম। সেটাই সবকিছু বদলে দিয়েছে। হয়তো সেটাই ঈশ্বরের পরিকল্পনা ছিল।' ক্রিকেটে ফেরার আগে জ্যাভলিন খেলার চেষ্টা করেন প্রোটিয়া ক্রিকেটার। কিন্তু দ্রুত বুঝতে পারেন, তাঁর ভাগ্য লিখন আগেই হয়ে গিয়েছে। 

বর্তমানে দক্ষিণ আফ্রিকা দলের গুরুত্বপূর্ণ সদস্য। চলতি একদিনের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেন। একার হাতেই দলকে জয়ে পৌঁছে দেন। চাপের মাথায় সংগঠিত ইনিংস এবং তার পাশাপাশি স্ট্রোক প্লে তাঁকে ম্যাচ উইনারের অ্যাখ্যা দেয়। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ যাত্রায় সেটাই টার্নিং পয়েন্ট। সেটব্যাক পেছনে ফেলে বড় মঞ্চে পারফর্ম করার চ্যালেঞ্জ নিয়ে নেন। আরও একবার নিজের স্পোর্টসম্যান স্পিরিটের পরিচয় দেন ব্রিটজ।