আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্নে অভিষেক টেস্টে নজর কেড়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাস। বিশ্বের অন্যপ্রান্তে সেঞ্চুরিয়নে আরেক অভিষেককারী ক্রিকেটার ইতিহাসের পাতায় নাম তুলে নিয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ।

 রেকর্ড বইয়ের পাতায় নাম তুলে লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ। সেঞ্চুরিয়নে চলছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বক্সিং ডে টেস্ট। সেই টেস্টেই অভিষেক ঘটে করবিনের। তিনি বল করতে এসেই উইকেট নেন। 

১৫-তম ওভারে বল করতে আসেন টেস্টে অভিষেক ঘটা করবিন। শান মাসুদ ও সাইম আয়ুব শুরুটা দারুণ করেছিলেন। করবিন বশের অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে গালিতে মার্কো জ্যানসেনের হাতে ধরা পড়েন। পাক অধিনায়ক ৫৮ বলে ১৭ রানে ফেরেন। 

অভিষেক টেস্টে নামা করবিন প্রথম বলেই উইকেট তুলে নেওয়ায় ২৫-তম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিলেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে তিনি পঞ্চম বোলার। 

চলতি বছর তিন বোলার অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট নিয়ে এই কীর্তি গড়লেন। জানুয়ারিতে শামার জোশেফ অ্যাডিলেড ওভালে তাঁর প্রথম বলে ফিরিয়ে দেন স্টিভ স্মিথকে। ফেব্রুয়ারিতে ডেভন কনওয়েকে ফিরিয়ে নাম লেখালেন ইতিহাসের পাতায়। এবার করলেন করবিন। দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে রীতিমতো দিশাহারা দেখিয়েছে পাক ব্যাটারদের।