আজকাল ওয়েবডেস্ক: মার্করাম জিতে নিয়েছেন ম্যাচের সেরার পুরস্কার। ওই রকম অবিশ্বাস্য ইনিংস খেললে তিনি ছাড়া আর কেইবা হতেন ম্যান অফ দ্য ম্যাচ! 

কিন্তু সবার অলক্ষ্যে  থেকে গেলেন কাগিসো রাবাদা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৯টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ঘায়েল করেন। ওই ৯ উইকেট রাবাদা না নিলে ম্যাচের ভাগ্য কী হত বলা মুস্কিল! 

কাগিসো রাবাদা বললেন, প্রয়োজনে দলের জন্য তিনি রক্ত দিতেও দ্বিধাবোধ করবেন না। সেই ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকা জিতেছিল মিনি বিশ্বকাপ। তার পরে দীর্ঘ ২৭ বছর পরে প্রোটিয়া ব্রিগেড ফের আইসিসি-র কোনও ট্রফি জিতল। 

এই রাবাদাই আইপিএলের মাঝপথে দেশে ফিরে গিয়েছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গিয়েছিলেন তিনি। পরে জানা যায় আসল কারণ। রাবাদা নিজেই জানান, ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় নিষেধাজ্ঞা নেমে এসেছিল তাঁর উপরে। সেই রাবাদা নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এসে টেস্ট ফাইনালে আগুন জ্বালালেন। তিনি বলছেন, ''আমি নিজেকে একজন তারকা হিসেবে দেখি না। আমি এই দলের জন্য় রক্ত দিতে পারি।'' 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাবাদার রেকর্ড চিরকালই ভাল। অজিদের বিরুদ্ধে ১১টি টেস্ট থেকে ৫৮টি উইকেট সংগ্রহ করেছেন। সেই রাবাদা বলছেন, ''অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা। ওরা অভিজ্ঞ। ওদের উপরে শ্রদ্ধা রয়েছে। ওদের কেউ কেউ তখনও খেলছিল, যখন আমরা হাই স্কুলে ছিলাম। তাই এটা স্পেশাল, স্পেশাল, স্পেশাল। সত্যিই ভাষায় বর্ণনা করতে পারব না।''