আজকাল ওয়েবডেস্ক: আরও একবার মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি। উত্তরবঙ্গের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক। বন্যা বিধ্বস্তদের জন্য ত্রাণ সামগ্রী পাঠালেন মহারাজ। ইসকনের মাধ্যমে উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্থ বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের পক্ষ থেকে ইসকনের হাতে যাবতীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। শুক্রবার থেকে সেই ত্রাণ চালু হয়ে যাবে। প্রতিদিন ২৫০০ জনের জন্য থাকবে খাদ্য সামগ্রী। তারমধ্যে থাকবে চাল, ডাল, সবজি সহ বিভিন্ন শুকনো খাবার। প্রাথমিকভাবে দশ দিনের জন্য ত্রাণ পাঠানো হয়েছে। পরবর্তীতে সেটা আরও বাড়তে পারে। সৌরভ বলেন, 'উত্তরবঙ্গের লোকজন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময় তাঁদের পাশে দাঁড়ানো দরকার। আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি।' এদিন একটি অনুষ্ঠানে গিয়েও সংশ্লিষ্ট সংস্থাকে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে থাকার অনুরোধ জানান। এর আগেও বেশ কয়েকবার দুস্থ মানুষদের পাশে দাঁড়ান সৌরভ। নিজের ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য করেন। অতীতে করোনার সময়ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সৌরভ। সেবারও ইসকনের মাধ্যমে ত্রাণ পৌঁছে দেন।
কোভিডের সময় বিভিন্ন ত্রাণের সঙ্গে যুক্ত ছিলেন সৌরভ। একাধিক সংস্থার সঙ্গে মিলে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। একটি চাল বিক্রেতা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ৫০ লক্ষ টাকার চাল বিনামূল্যে বিতরণ করেন। এছাড়াও বেলুড় মঠে গিয়ে চাল দান করেন সৌরভ। করোনার সময়ও ইসকনের মাধ্যমে মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেন। কলকাতার ইসকনের সঙ্গে হাত মিলিয়ে প্রতিদিন ২০,০০০ মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেন। আগে ১০,০০০ জনের খাবারের বন্দোবস্ত করত ইসকন। সৌরভের সহায়তায় সেটা বেড়ে হয়েছিল দ্বিগুণ। ত্রাণের পাশাপাশি চিকিৎসা পরিষেবাতেও সাহায্য করেন। কোভিড রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনে ইডেন গার্ডেন্সের ইন্ডোর এবং ক্রিকেটারদের ডরমেটরি ব্যবহারের প্রস্তাব দেন রাজ্য সরকারকে। এছাড়াও সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের মাধ্যমে কোভিড যোদ্ধাদের সাহায্য করেন। ব্যক্তিগতভাবেও বিভিন্ন সময় দুস্থ মানুষের পাশে দাঁড়ান। এবার আরও একবার প্রকাশ্যে এল সৌরভের মানবিক দিক।
