আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব ফুটবলের আইকনিক ডিফেন্ডারদের মধ্যে অন্যতম। শারীরিক দক্ষতা এবং বুদ্ধির মিশেলে ইংল্যান্ডের জাতীয় দলে বছরের পর বছর রাজ করেছেন। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সময় কলকাতায় এসেছিলেন। বুধবার আবার সিটি অফ জয়ে পা রাখলেন সল ক্যাম্পবেল। এবার উপলক্ষ ভিন্ন। ইংলিশম্যান হিসেবে ফুটবল এবং ক্রিকেটের সঙ্গে জড়িত থাকা স্বাভাবিক। কিন্তু এবার টাটা স্টিল কলকাতা ম্যারাথনের অঙ্গ হতে শহরে হাজির তারকা ফুটবলার। সল ক্যাম্পবেল বলেন, 'আবার সিটি অফ জয়ে ফিরতে পেরে খুবই ভাল লাগছে। ইংলিশম্যান হওয়ায় ভারতকে ক্রিকেটের জন্য চিনি। তবে শুনেছি এই শহর ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য পরিচিত। আমি কলকাতায় এসে উত্তেজিত। কলকাতা ম্যারাথনের অঙ্গ হতে পেরে খুশি। এই ম্যারাথন সমস্ত সম্প্রদায়কে একত্রিত করেছে। সবাই সুস্থ জীবনের দিকে এগিয়ে যাচ্ছে।'
রবিবার ম্যারাথনের দিন উপস্থিত থাকবেন ক্যাম্পবেল। কলকাতার ফুটবল প্রেমের গল্প শুনেছেন। ভারতের ফুটবল ইতিহাস সম্বন্ধে কিছুটা অবগত। শীতের সকালে ফুটবলপ্রেমীদের ম্যারাথনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। ক্যাম্পবেল বলেন, 'যারা ফুটবল ভালবাসে, তাঁরা দৌড়তেও পছন্দ করে। সেটাই একজনকে সেরা করে তোলে। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ফুটবল এবং ক্রীড়া ভক্তদের আমার সঙ্গে ম্যারাথনে যোগ দেওয়ার আহ্বান জানাই।' বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে পা রাখেন সল ক্যাম্পবেল। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিল আর্সেনালের ফ্যানরা। জার্সিতে সই দেওয়ার পাশাপাশি সেলফির আবদার মেটান তারকা ফুটবলার। হাসিমুখে সবার সঙ্গে ছবিও তোলেন ক্যাম্পবেল।
